শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ , ১০ শাওয়াল ১৪৪৫

অর্থ ও বাণিজ্য
  >
শেয়ার বাজার

বীমাখাতের ধাক্কায় ৩০৬ কোম্পানির শেয়ার দরে ভাটা

নিউজজি প্রতিবেদক ১২ জুন , ২০২২, ১৬:৫২:৩২

237
  • স্টক নাউ- গ্রাফ

ঢাকা: বাজেট উপস্থাপন শেষে সপ্তাহের শুরুতে ফের অস্থিরতা ছড়িয়ে দিল শেয়ারবাজার। গত সপ্তাতে উত্থানে থাকা বীমাখাত চলতি সপ্তাহের শুরুতে বড় ধাক্কা খেল। 

রোববার সকালে শেয়ার লেনদেনে সামান্য উত্থান দিয়ে শুরু হলেও দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩০৬টি কোম্পানির শেয়ার দরে পতন হয়েছে। 

ডিএসইতে রোববার (১২ জুন) লেনদেন করা ৩৭৮টি কোম্পানির মধ্যে শেয়ার দর বেড়েছে মাত্র ৫৬টির এবং কমেছে ৩০৬টির। তবে ৩৭৮টি কোম্পানির ১৭ কোটি ৬২ লাখ ৬৮ হাজার ৫২২ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

২০২২-২৩ অর্থবছরে পুঁজিবাজারের জন্য বিশেষ ঘোষণা না থাকায় তার প্রভাব পড়েছে বলে অনেকে অভিমত প্রকাশ করেন। এদিকে, ২০২২-২০২৩ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুবিধা চেয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। 

ডিএসইতে লেনদেনের পরিমাণ ৬৩৬ কোটি ৪০ লাখ ৬৯ হাজার ৭৩৬ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ৪৮.৮৪ পয়েন্ট কমে ৬৪৩১.৪৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৭.৭৪ পয়েন্ট কমে ২৩৩৪.৬৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১০.৬৭ পয়েন্ট কমে ১৪০৩.০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৫৩ টির, কমেছে ৩০৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯ টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি- শাইনপুকুর সিরামিকস, বেক্সিমকো লিঃ, বিডি কম, আইপিডিসি, বিএসসি, ফরচুন সুজ, বিডি ফাইন্যান্স, ফু-ওয়াং ফুড, সেলভো কেমিক্যাল ও এনবিএল।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি- মেঘনা ইন্সুরেন্স, মুন্নু ফেব্রিকস, শাইনপুকুর সিরামিকস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, আইএসএন লিমিটেড, ন্যাশনাল ফিডস, এস আলম কোল্ড রোল্ড, ইস্টার্ন  লুব্রিকেন্টস, সাফকো স্পিনিং ও বিএসসি।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি- সামিট অ্যালায়েন্স পোর্ট,  গ্রীন ডেল্টা ইন্সুরেন্স, নিটল ইন্সুরেন্স, রেনউইক যজ্ঞেশ্বর, জনতা ইন্সুরেন্স, বিজিআইসি, ইউনাইটেড ইন্সুরেন্স, প্রগতি ইন্সুরেন্স, ইস্টার্ন  হাউজিং ও বীচ্ হ্যাচারী।

নিউজজি/শানু 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন