শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ , ৩ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শিক্ষক ও ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবি কুবি শিক্ষার্থীদের

কুবি প্রতিনিধি ৮ আগস্ট , ২০২৪, ১৬:৩৮:২৪

216
  • ছবি : নিউজজি

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে শিক্ষক ও ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাসের দাবিতে স্মারকলিপি জমা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর ২টি পৃথক স্মারকলিপি জমা দেন।

২টি স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, শিক্ষক রাজনীতি ও ছাত্র রাজনীতিসহ সকল ধরনের রাজনীতি বন্ধ রাখতে হবে। ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্র শিবিরসহ সকল অঙ্গসংগঠনের ছাত্র রাজনীতি মুক্তকরণ শিক্ষার্থীদের একনিষ্ঠ দাবি। কোনো ধরনের রাজনৈতিক কার্যকলাপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে থাকবে না।

আরো উল্লেখ করা হয়, সাধারণ শিক্ষার্থীরা যাতে রাজনৈতিক কোনো দলের কর্মী দ্বারা ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে প্রশাসনের সুদৃষ্টি রাখতে হবে। অতিসত্বর প্রশাসনকে ক্যাম্পাসে শিক্ষক ও ছাত্র রাজনীতি মুক্ত করার জন্য পদক্ষেপ নিতে হবে।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মোহাম্মদ সাকিব হোসেইন বলেন, আমাদের আন্দোলন সকল বৈষম্যের বিরুদ্ধে। যা এখনো চলমান। আমরা চাই না বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-ছাত্র কেউ দলীয় রাজনীতির সাথে যুক্ত থাকুক। এর জন্যই আমরা আজ প্রশাসন বরাবর স্মারকলিপি দিয়েছি।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন