মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

শিক্ষা

নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণাপত্রে প্রবন্ধ প্রকাশ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

জাককানইবি প্রতিনিধি ৪ ডিসেম্বর , ২০২৪, ১৬:৫৪:১৪

94
  • ছবি : নিউজজি

জাককানইবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন অনুষদের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে ‘গবেষণা পদ্ধতি ও মানসম্মত গবেষণাপত্রে প্রবন্ধ প্রকাশ’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে বুধবার (৪ ডিসেম্বর) সকালে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, গবেষণা ও পিএইচডি করা অত্যন্ত ধৈর্যের কাজ। আর এই কঠিন কাজের জন্য রিওয়ার্ড ও ইনসেন্টিভ থাকা প্রয়োজন। এই বিশ্ববিদ্যালয়ে গবেষকদের রিওয়ার্ড ও ইনসেন্টিভের ব্যবস্থা করার চেষ্টা করছি।

তিনি আরও বলেন, গবেষণার প্রাইমারী ডেটা ভালো হলে গবেষণার গ্রহণযোগ্যতা বাড়ে। এছাড়া গবেষণায় কী, কখন ও কীভাবে এই উত্তরগুলো থাকা প্রয়োজন।

প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার এবং সভাপতি হিসেবে বক্তব্য রাখেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের প্রফেসর ড. এস. এম. সোহরাব উদ্দিন। কর্মশালার উদ্বোধনী পর্বের সঞ্চালনা করেন ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাশুরেন্স সেলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. তুষার কান্তি সাহা।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন