মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১ , ২১ রজব ১৪৪৬

শিক্ষা

ইবির সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিনের দায়িত্ব গ্রহণ

ইবি প্রতিনিধি ৮ ডিসেম্বর , ২০২৪, ১৮:৫০:০১

78
  • ইবির সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিনের দায়িত্ব গ্রহণ

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের নতুন ডিন প্রফেসর ড. বেগম রোকসানা মিলি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। রোববার (৮ ডিসেম্বর) দুপুরে সদ্যবিদায়ী ডিন ও বর্তমান কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ দায়িত্ব হস্তান্তর করেন।

প্রফেসর ড. রোকসানা মিলির সভাপতিত্বে ও লোক প্রশাসন বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানটি সম্পন্ন হয়। এ সময় সাবেক ডিন প্রফেসর ড. এ. কে. এম. মতিনুর রহমান ও প্রফেসর ড. রাকিবা ইয়াসমিনসহ অনুষদভুক্ত বিভিন্ন বিভাগসমূহের সভাপতি ও সিনিয়র শিক্ষকবৃন্দ বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে সদ্য বিদায়ী ডিন ও বর্তমান কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একদিন সামাজিক বিজ্ঞান অনুষদ নেতৃত্ব দেবে। অন্যান্য অনুষদগুলো এ অনুষদকে অনুসরণ করবে। সেই পর্যায়ে পৌঁছানোর জন্য সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগগুলোর যে সাহায্য-সহযোগিতা প্রয়োজন কোষাধ্যক্ষ হিসেবে তিনি সেটা করবেন।  

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন