বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১ , ২২ রজব ১৪৪৬

শিক্ষা

উইমেন পিস ক্যাফের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জাককানইবি প্রতিনিধি ১০ ডিসেম্বর , ২০২৪, ১৫:৩৩:৪৪

72
  • উইমেন পিস ক্যাফের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

জাককানইবি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে উইমেন পিস ক্যাফের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা,  কেক কর্তন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর ২০২৪) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর ৫ম তলায় উইমেন পিস ক্যাফের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রধান পৃষ্ঠপোষক, উইমেন পিস ক্যাফে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র উপদেষ্টা ও পরামর্শ দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, এবং সহকারী পরিচালক স্টুডেন্ট কাউন্সেলিং অ্যান্ড গাইডেন্স মোছা. আদিবা আক্তার। পরামর্শদাতা হিসেবে উপস্থিত ছিলেন মো. মাসুদুর রহমান, চিফ মেন্টর উইমেন পিস ক্যাফে, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান সমাজবিজ্ঞান বিভাগ এবং মো. সাইফুল ইসলাম মেন্টর, উইমেন পিস ক্যাফে, সহকারী অধ্যাপক পপুলেশন সাইন্স বিভাগ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে উইমেন পিস ক্যাফের চিফ মেন্টর, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মাসুদুর রহমান বলেন, 'আমাদের তরুণ শিক্ষার্থীরা নারী অধিকার, নারী স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, গনতন্ত্র, ধর্মীয় নিরপেক্ষতা, বৈচিত্র্য, নেতৃত্ব, ও সহনশীলতাসহ সমাজে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এসব কাজের মাধ্যমে শিক্ষার্থীরা অধিকার সচেতন হচ্ছে, দক্ষ নেতৃত্বে পরিণত হচ্ছে যা তাদের পরবর্তী জীবনে কাজে দিবে। উইমেন পিস ক্যাফের ৫ বছর পূর্তিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীদেরকেও আমাদের সাথে যুক্ত থাকার আহবান জানাচ্ছি।'

উল্লেখ্য, উইমেন পিস ক্যাফে ২০১৯ সালের ২৮ নভেম্বর প্রতিষ্ঠিত হয়।

নিউজজি/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন