রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ , ২৬ রজব ১৪৪৬

শিক্ষা

ফেব্রুয়ারির মাঝমাঝিতে হবে কুবির দ্বিতীয় সমাবর্তন

কুবি প্রতিনিধি ১২ ডিসেম্বর , ২০২৪, ১৯:২৬:৪১

88
  • ফেব্রুয়ারির মাঝমাঝিতে হবে কুবির দ্বিতীয় সমাবর্তন

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ( কুবি ) ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে হবে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর ) দ্বিতীয় সমাবর্তন আয়োজনের লক্ষ্যে উপাচার্য ড. মো. হায়দার আলী’র সভাপতিত্বে গঠিত কেন্দ্রীয় কমিটি ও উপ-কমিটির সমন্বয়ে আয়োজিত সভার এ সিদ্ধান্ত নেয়া হয়।

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড.  মো. হায়দার আলী বলেন, ‘নবীনবরণে ঘোষণা দিয়েছিলাম দ্বিতীয় সমাবর্তন করা হবে, এবং সেটা ২০২৫ সালের প্রথম দিকেই। জানুয়ারি বা ফেব্রুয়ারিতেই সমাবর্তনের চিন্তা করা হয়েছিলো যেহেতু মার্চ মাসে রমজানের রোযা শুরু। সমাবর্তন আয়োজনে বেশকিছু চ্যালেঞ্জ রয়েছে, আমাদের হাতে সময়ও কম, ফেব্রুয়ারির মাঝমাঝিতে সমাবর্তন ভালোভাবে হবে ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, ২০২০ সালে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন