সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

শিক্ষা

জাতীয় বিতর্ক সংগঠন বিএনডিপির নতুন সভাপতি মাসুম, সম্পাদক ফাহাদ

নোবিপ্রবি প্রতিনিধি ১৮ ফেব্রুয়ারি , ২০২৫, ১৩:২২:৪৪

69
  • ছবি : নিউজজি

নোবিপ্রবি: বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্লাটফর্ম" (বিএনডিপি) এর ৫ম কার্যনির্বাহী পরিষদ গঠন জাতীয় বিতর্ক সংগঠন "বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্লাটফর্ম" (বিএনডিপি) এর নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচন হয়েছে৷ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মাসুম ব্যাপারী ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ফাহাদ হোসেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্লাটফর্ম" (বিএনডিপি) এর ১০৫ জন সদস্যের অনলাইন ভোটে প্রাথমিকভাবে ১৫ জন কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হন। এরপরে প্রাথমিকভাবে নির্বাচিত কার্যনির্বাহীগণের সংখ্যাগরিষ্ঠ ভোটে সভাপতি নির্বাচিত হন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক মো. মাসুম ব্যাপারী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক মো. ফাহাদ হোসেন।

পরবর্তীতে বিএনডিপির নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক নবনির্বাচিত কার্যনির্বাহীদের সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে অন্যান্য পদে দায়িত্ব বন্টন করেন।

নতুন কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি হিসেবে মোসাররাত তাসমিয়া রহিম, মো. জহির উদ্দিন, মো. রায়হান মিয়া এবং এইচ এম হৃদয় আলম উল্লাস। যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে মার্জিয়া বিনতে আব্দুল বারী এবং মো. মেহেদী হাসান। সাংগঠনিক সম্পাদক হিসেবে ইব্রাহীম বিন ইসলাম৷ দপ্তর সম্পাদক হিসেবে আব্দুর রহমান আস সাদি৷ অর্থ সম্পাদক পদে মো. শমসের মুবিন। প্রচার সম্পাদক পদে আজিজুর রহমান শান্ত। প্রশিক্ষণ ও কর্মশালা সম্পাদক পদে এ এম সাইফুল্লাহ। ইংরেজি বিতর্ক সম্পাদক হিসেবে সৈয়দ জারিফ জুনায়েদ এবং বাংলা বিতর্ক সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল ফাররাজ৷ 

বিএনডিপির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিএনডিপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ফায়সাল মাহমুদ এবং উপ-প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সাবেক সভাপতি মূলহাম হায়দার চৌধুরী ও সাবেক সহ-সভাপতি ফারহানা বিনতে জিগার ফারিনা।

উল্লেখ্য, কোমল শব্দে, কঠিন যুক্তি" স্লোগানকে সামনে রেখে ২০১৯ সাল থেকে যাত্রা শুরু করে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই বিপ্লব এর আদর্শে উজ্জীবীত হয়ে বিতর্ক চর্চার মাধ্যমে সারাদেশে একটি যুক্তিবাদী, অধিকার সচেতন, পরমতসহিষ্ণু, ন্যায়বিচারের আদর্শ ধারণকারী, অধিকতর যোগ্য প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে "বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্লাটফর্ম-বিএনডিপি"।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন