শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ , ২৭ শাওয়াল ১৪৪৬

শিক্ষা

দাম বৃদ্ধি করে রমজানে নোবিপ্রবির ছাত্রী হলে পচা-বাসী খাবার পরিবেশন

নোবিপ্রবি প্রতিনিধি ১২ মার্চ , ২০২৫, ১৪:৫৮:৫৮

105
  • ছবি : সংগৃহীত

নোবিপ্রবি: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) বৃহত্তম ছাত্রী হল, নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী হলের খাবারের দাম ও মান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন হলের আবাসিক ছাত্রীরা।

ছাত্রীরা জানায়, রমজানে যেখানে খাবার দাম কমিয়ে মান বাড়ানোর কথা সেখানে হলের ক্যান্টিনে খাবারের দাম বৃদ্ধি করা হয়েছে বিপরীতে কমেছে হলের খাবার মান। এছাড়া রমজানে সেহরি-ইফতারে প্রায়ই বাসী খাবার দেয়া হয় বলে অভিযোগ করেন হলের ছাত্রীরা। সেহরিতে অনেক সময়ই খাবার থাকে না বলেও জানায় শিক্ষার্থীরা। কিন্ত হল ক্যান্টিন নিয়ে এতো অভিযোগ থাকা সত্ত্বেও হল কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেয় না বলেও অভিযোগ করেন শিক্ষার্থীরা।

এক শিক্ষার্থী জানায় রমজানে হলের খাবারের দাম বৃদ্ধি করা হয়েছে। আগে মুরগি পাওয়া যেত ৪০ টাকায় এখন সেই মুরগি ৫০ টাকা নাম বদলে অনেক সময় ৬০-৭০ টাকাও নেয়া হচ্ছে। মুরগির মতো অন্যান্য সকল তরকারির দাম বাড়ানো হয়েছে। কিন্তু খাবারের মান বাড়েনি বরং অনেক ক্ষেত্রে কমেছে।

নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী হলের আরেক আবাসিক ছাত্রী জানায় রমজান উপলক্ষে যেখানে দাম কমানোর কথা সেখানে দাম বাড়ানো হয়েছে। খাবারের দাম-মান এসব নিয়ে আমরা বারবার অভিযোগ দিয়েও কোনো সমাধান পাই না। হলের খাবারের মান খারাপ বলে আমাদেরকে রুমে রান্না করে খেতে হয়।

আরেক আবাসিক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, হলের ক্যান্টিনে পচা-বাসি খাবার দেয়া হয় প্রায়ই। এগুলো নিয়ে অভিযোগ দিলে ২-১ দিন ঠিক থাকে। এরপর আবার আগের মতো অবস্থা হয়। কোনো স্থায়ী সুরাহা করছে না হল প্রশাসন।

এসব অভিযোগের বিষয়ে নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী হলের প্রভোস্ট ড. আবিদুর রহমানের সাথে কথা বলতে চাইলে তিনি বলেন, যেহেতু কোনো লিখিত অভিযোগ আসেনি তাই আমি কোনো মন্তব্য করবো না। আর রমজান মাসে খাবারের দাম ৫-১০ টাকা বৃদ্ধি করা হয়েছে এটা তো তেমন কিছু না।

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন