নিউজজি ডেস্ক ২০ জানুয়ারি , ২০২১, ২০:২৫:১৭
ছবি : সংগ্রহ
ঢাকা: করোনা পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনা করে যত দ্রুত সম্ভব সশরীরে ক্লাস-পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রম চালুর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক বিজ্ঞপিতে এ কথা জানান তিনি।
ব্রিফিংয়ে উপাচার্য জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় আন্তর্জাতিক সম্মেলন ভার্চুয়ালি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢাবি উপাচার্য বলেন, কিছু নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। কারণ আমরা চাচ্ছি কিভাবে যত দ্রুততম সময়ের মধ্যে সম্ভব ক্যাম্পাসকে মুখরিত করা এটিকে আরো সচল করা যায়। আমরা এ ধরনের প্রতিকূলতা ও চ্যালেঞ্জসমূহ অতিক্রম করে কিভাবে আমাদের শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনে নিয়ে আসতে পারি এবং তাদের সময় যেন নষ্ট না হয় তার জন্য কিছু কিছু উদ্যোগ গ্রহণ করা হবে।