নিউজজি ডেস্ক ২৮ জানুয়ারি , ২০২১, ২০:২৬:১৯
ছবি: ইন্টারনেট
ঢাকা: গবেষণায় জালিয়াতির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষককে পদাবনতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় উপস্থিত থাকা একাধিক সিন্ডিকেট সদস্য এ তথ্য নিশ্চিত করেন।
শাস্তিপ্রাপ্ত তিন শিক্ষক হলেন- গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সামিয়া রহমান, অপরাধ বিজ্ঞান বিভাগের প্রভাষক মাহফুজুল হক মারজান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক।
জানা যায়, সামিয়া রহমানকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে পদাবনতি দেয়া হয় এবং দুই বছর কোনো ধরনের পদোন্নতি পাবেন না তিনি। ওমর ফারুককে সহকারী অধ্যাপক থেকে প্রভাষক পদে পদাবনতি দেয়া হয়। এর আগে জালিয়াতির প্রমাণ পাওয়ায় ২০১৮ সালে এ শিক্ষকের পিএইচডি ডিগ্রি বাতিল করা হয়। এদিকে, মাহফুজুল হক মারজান শিক্ষা ছুটিতে আছেন। ছুটি শেষে বিভাগে যোগদান করার দুই বছর কোনো ধরনের পদোন্নতি পাবেন না।
নিউজজি/আইএইচ