শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ , ১০ শাওয়াল ১৪৪৫

শিক্ষা

নোবিপ্রবিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

নোবিপ্রবি প্রতিনিধি ১৭ এপ্রিল , ২০২১, ১৫:২৬:৩৮

538
  • ছবি : নিউজজি

নোবিপ্রবি: যথাযোগ্য মর্যাদায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ঐতিহাসিক মুজিবনগর দিসব উপযাপন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৭ এপ্রিল) নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলমের পক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। 

শনিবার (১৭ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অনন্য দিন ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে এ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি।

এ সময় উপস্থিত ছিলেন নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, আইআইএস-এর পরিচালাক ড. ফিরোজ আহমেদ, ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. এস. এম. নজরুল ইসলাম, ভাষা শহিদ আবদুস সালাম হলের প্রভোষ্ট ড. মো. আনিসুজ্জামান, হযরত বিবি খাদিজা হলের প্রভোস্ট জনাব বিপ্লব মল্লিক, বিজিই বিভাগের সহকারী অধ্যাপক ড. আরাধন সরকার, হযরত বিবি খাদিজা হলের সহকারী প্রভোস্ট জনাব সিফাই-ই-মান্নান, ভাষা শহীদ আবদুস সালাম হলের সহকারী প্রভোষ্ট জনাব মামুন মিয়া প্রমুখ।

উল্লেখ্য, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিন মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার অনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এ বৈদ্যনাথতলাকেই মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়। মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন