শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

শিক্ষা

সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে শাবিপ্রবিতে মানববন্ধন

শাবিপ্রবি প্রতিনিধি ১৮ অক্টোবর , ২০২১, ১৭:৫৭:৪৪

254
  • ছবি : নিউজজি

শাবিপ্রবি: সম্প্রতি কুমিল্লায় পূজা মণ্ডপে ধর্মগ্রন্থ কোরআন অবমাননার জেরে মণ্ডপে হামলার ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১৮ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালন করে তারা। এর আগে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে পৃথকভাবে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা।

মানবন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ যে অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে জন্ম নিয়েছে সেই নৈতিক অবস্থান আজ হুমকির মুখে। প্রতিনিয়ত ধর্মকে ব্যবহার করে দেশে একের পর এক সাম্প্রদায়িক হামলা যে বিভাজনের সৃষ্টি করেছে, তার চূড়ান্ত রূপ ইসলামধর্মকে অবমাননার চক্রান্ত।

তারা আরো বলেন, রংপুরের পীরগঞ্জে যে বিভীষিকা দেখেছি, সেই সাথে কয়েকদিন ধরে কুমিল্লা, নোয়াখালী, ফেনীতে যে নিন্দনীয় ঘটনা বাংলাদেশ প্রত্যক্ষ করেছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা জড়িত সবাইকে চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।

এছাড়া একই দিনে দেশে চলমান এমন সহিংসতায় দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাকর্মীরা।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন