শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১২ মাঘ ১৪৩১ , ২৫ রজব ১৪৪৬

শিক্ষা

শালা নয় ছেলেই বলেছেন হেনস্তার শিকার হওয়া সেই কুবি শিক্ষক

কুবি প্রতিনিধি ২ ফেব্রুয়ারি , ২০২৩, ১৫:৪৫:৪২

282
  • শালা নয় ছেলেই বলেছেন হেনস্তার শিকার হওয়া সেই কুবি শিক্ষক

কুবি: সম্প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর অমিত দত্ত এবং ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে তর্ক বির্তকের সময় শিক্ষক অমিত দত্ত শিক্ষার্থীকে ‘শালা বলেছেন’ বলে  সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা উঠেছে। তবে ভিডিওতে   তিনি ছেলে বলে শিক্ষার্থীদের  সম্বোধন  করেছেন বলেই শোনা যাচ্ছে।

নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক অমিত দত্ত এ এ ব্যাপারে বলেন, আমি সচেতনভাবে ছেলেই বলেছি, অন্য কোনো শব্দ বলিনি। আমাকে জড়িয়ে  সমাজিক যোগাযোগমাধ্যমে যেসব শব্দ চয়ন করা হয়েছে তা সম্পুর্ণ গুজব। ভাইরাল হওয়া ভিডিওগুলো খেয়াল করে দেখলে বিষয়টি স্পষ্ট হবে।

তবে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতারা হলে অবস্থানরত শিক্ষার্থীদের চাপ প্রয়োগ করে শিক্ষক অমিত দত্তকে নিয়ে বিভিন্ন পোস্ট তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের টাইমলাইনে দেয়ার ক্ষেত্রে চাপ প্রয়োগের  অভিযোগ তুলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, আমাদের আদেশ দেয়া হয়েছে স্যারকে নিয়ে বিভিন্ন পোস্ট দিতে। না হলে হল থেকে বের করে দিবে বলে হুমকিও প্রদান করেছে।

এছাড়া, নাম প্রকাশে অনিচ্ছুক কাজী নজরুল ইসলাম হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, এসব পোস্ট না দিলে হলে থাকতে দেবে না বলে হুমকি দিয়েছেন বড় ভাইরা। তাই বাধ্য হয়ে স্যারকে নিয়ে পোস্ট দিতে হয়েছে।

এ ব্যাপারে শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, আমি এই বিষয় সম্পর্কে অবগত নই। কেউ যদি সম্পর্কের জায়গা থেকে বলে থাকে সেটা সম্পর্কে আমি জানি না। তবে এরকম কোন সাংগঠিনক আদেশ দেয় হয়নি।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে কক্ষ দখলকে কেন্দ্র করে রেজা গ্রুপ ও ইলিয়াস গ্রুপের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। দ্বন্দ্ব নিরসনে আলোচনায় বসে প্রক্টরিয়াল বডি ও হল প্রশাসন। আলোচনার এক পর্যায়ে ইলিয়াস গ্রুপের ছাত্রলীগের নেতারা উত্তেজিত হয়ে রেজা গ্রুপের নেতাকর্মীদের রুম থেকে বের করে দেয়ার চেষ্টা করলে ঘটনা সামাল দিতে এগিয়ে যান নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর অমিত দত্ত। এসময় পরিস্থিতি শান্ত করতে গিয়ে বলেন, ‘এই ছেলে আমি কে?’ এরপর শিক্ষার্থীদের মধ্যে এনায়েত  উল্লাহ প্রত্ত্যুতরে বলে উঠেন ‘শিক্ষক’।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন