বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ , ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

প্রথমবারের মতো ববিতে ইংলিশ স্পিকিং কনটেস্ট অনুষ্ঠিত

ববি প্রতিনিধি ৫ ডিসেম্বর , ২০২৩, ১৬:৫৩:০৪

687
  • ছবি : নিউজজি

ববি: বরিশাল বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ইংলিশ স্পিকিং কনটেস্ট ১.০৷ ফিট এলিগেন্স প্রেজেন্ট বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হায়ার এডুকেশন সোসাইটি কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতা মঙ্গলবার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাস কনফারেন্স হলে শুরু হয়৷

ক্যারিয়ার কার্নিভাল ও ইংলিশ স্পিকিং কনটেস্ট ১.০ এর উদ্বোধন করেন রিসার্চ অ্যান্ড হায়ার এডুকেশন সোসাইটির উপদেষ্টামন্ডলীর সদস্যরা৷ তারা হলেন—ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ও ব্যবসায় অনুষদের ডিন ড. আবদুল্লাহ আল মাসুদ, জীব বিজ্ঞান অনুষদের ডিন ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুব্রত কুমার দাশ, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক মাহমুদ আবির৷

এ সময় তারা বলেন, বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতামূলক সময়ে ইংরেজি স্পিকিং খুবই গুরুত্বপূর্ণ৷ এমন সময় উপযোগী প্রতিযোগিতা আয়োজনের জন্য ববি রিসার্চ অ্যান্ড হায়ার এডুকেশন সোসাইটিকে ধন্যবাদ জানান উপদেষ্টামণ্ডলীর সদস্যরা৷

নির্ধারিত ৫টি টপিকের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৫৩ জন প্রতিযোগীর মধ্যে ২৭ জন প্রতিযোগী ফাইনাল রাউন্ডে অংশগ্রহণ করেছে৷ বরিশাল বিশ্ববিদ্যালয় রিসার্চ অ্যান্ড হায়ার অ্যাডুকেশন সোসাইটির সভাপতি মেহেদী হাসান বলেন, আমরা সংগঠনের শুরু থেকেই চেষ্টা করেছি বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রিসার্চ এবং বিদেশে হায়ার এডুকেশনের স্বপ্ন দেখানোর পাশাপাশি বিভিন্ন ধরনের সপ্ট স্কিল ডেভেলপমেন্টে। তারই ধারাবাহিকতায় আমাদের এই ইংলিশ স্কিকিং কনটেস্ট ১.০৷

নিউজজি/এসএম/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন