বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ৭ ফাল্গুন ১৪৩১ , ২০ শাবান ১৪৪৬

শিক্ষা

শাবির এসোসিয়েশন অব চাঁদপুরের সভাপতি সাইফুল ও সম্পাদক নওশীন

শাবিপ্রবি প্রতিনিধি ২৪ ফেব্রুয়ারি , ২০২৪, ১৭:০৪:৪০

3K
  • ছবি : নিউজজি

শাবিপ্রবি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আঞ্চলিক সংগঠন ‘এসোসিয়েশন অব চাঁদপুরের’ ষষ্ঠ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে সমুদ্র বিজ্ঞান বিভাগের একই বির্ষের শিক্ষার্থী সৈয়দা নওশীন আহমেদ মনোনীত হয়েছেন।

গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।

দায়িত্বপ্রাপ্ত অন্যান্যের মধ্যে রয়েছেন সহ-সভাপতি আফসার মোহাম্মদ, অনিক তালুকদার, সাবিত হোসেন। যুগ্ম-সাধারণ সম্পাদক আজমিয়ানুর রহমান সিয়াম, তৌহিদুল আলম তাফসিন। সাংগঠনিক সম্পাদক শাফি জেফরি। সহ-সাংগঠনিক সম্পাদক নিজাম তালুকদার, মেহেদী হাসান। অর্থ সম্পাদক মেহরাব হোসাইন। সহ-অর্থ সম্পাদক ইয়াসিন আহমেদ, মোহাম্মদ আল-আমিন।দপ্তর ও প্রচারণা সম্পাদক রিদওয়ান করিম। সহ-দপ্তর ও প্রচার সম্পাদক ইসরাত মীম, জোবাইর শিফা। ক্রীড়া সম্পাদক দেওয়ান রেজা হামিদ কারজাই। সহ-ক্রীড়া সম্পাদক আল ফাহাদ, শরীফ উল্ল্যাহ। সাংস্কৃতিক সম্পাদক তনুশ্রী দেবনাথ। সহ সাংস্কৃতিক সম্পাদক সাকি এ কাউসার।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছে মাহিম ইব্রাহিম, আব্দুল মান্নান, জাকারিয়া তালুকদার-পাবলিক, ফখরুল ইসলাম, এসএইচ জয়, ফাতেমা রহমান, রিফাত, মেহেদি হাসান তারেক, আলী আশরাফ তানভীর, আবু বকর সিদ্দিকী লিমন।

উল্লেখ্য. গত ৬ ডিসেম্বর ২০২৩, ২০২২-২৩ শিক্ষাবর্ষের অরিয়েন্টেশন প্রোগ্রামে এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা রসায়ন বিভাগের অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম এসোসিয়েশনের ষষ্ঠ কার্যনির্বাহী কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক পদের ঘোষণা দেন।

 

নিউজজি/এসএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন
এ বিভাগের অন্যান্য সংবাদ