নিউজজি ডেস্ক নভেম্বর ৩০, ২০২০, ১২:৩২:২৭
নতুন দলে ভিড়ছেন ঊর্মিলা
বলিউডের নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। গ্ল্যামারের দ্যুতিতে মাতিয়েছেন দীর্ঘ সময়। তবে বর্তমানে তিনি রাজনীতি নিয়েই ব্যস্ত। কংগ্রেসের হয়ে সক্রিয় রাজনীতি করেছেন অনেক দিন।
বছর খানেক আগে কংগ্রেস থেকে সরে আসেন ঊর্মিলা। এবার জানা গেলো, নতুন দলে যোগ দিচ্ছেন। সেটা অবশ্য কংগ্রেসেরই শরীক দল শিবসেনা। সোমবার এই দলে আনুষ্ঠানিকভাবে যোগ দেয়ার কথা রয়েছে তার।
জানা গেছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উপস্থিতিতে ঊর্মিলা শিব সেনার পতাকা হাতে নেবেন। এই বিষয়ে উদ্ধব ঠাকরের ঘনিষ্ঠ শিব সেনা নেতা হর্শল প্রধান জানান, উদ্ধবের উপস্থিতিতেই শিব সেনায় যোগ দিতে চলেছেন অভিনেত্রী ঊর্মিলা মাতন্ডকর। রাজ্যপালের কোটায় ঊর্মিলাকে পরিষদীয় দলে অন্তর্ভুক্ত করার জন্য মহারাষ্ট্রের রাজ্যপাল বিএস কোশিয়ারির কাছে অভিনেত্রীর নামও পাঠানো হয়েছে।
ঊর্মিলা মাতন্ডকর ২০১৯ সালে কংগ্রেসের হয়ে লোকসভা নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে পরাজিত হওয়ার পর তিনি দলটি ছেড়ে দেন।
নিউজজি/কেআই