শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ , ১০ শাওয়াল ১৪৪৫

বিনোদন

এবার বঙ্গবন্ধুর জীবনী নিয়ে জাপানি কমিকস সিরিজ

নিউজজি ডেস্ক  জানুয়ারী ২৭, ২০২১, ২৩:৩৮:৫৫

304
  • ছবি : ইন্টারনেট

এবার বঙ্গবন্ধুর জীবনীর ওপর জাপানি গ্রাফিক কমিকস বা মাঙ্গা কমিকস সিরিজ প্রকাশ হতে যাচ্ছে বলে জানিয়েছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বঙ্গবন্ধুর ওপর নির্মিত জাপানি ভাষার ডকুমেন্টারি ফাদার অব বেঙ্গল এর প্রদর্শনীতে এ কথা জানান তিনি।

এসময় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো বলেন, পারষ্পরিক সহযোগিতার মাধ্যমে উন্নয়নের অংশীদার হতে চান তারা।

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উপলক্ষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতির জনকের ওপর ১৯৭২ সালে জাপানি নির্মাতা নাগাসি ওশিমা নির্মিত প্রথম প্রামাণ্যচিত্র- ফাদার অব বেঙ্গল প্রদর্শনের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

প্রদর্শনীর আগে নির্মাতা নাগাসি ওশিমার ছেলে আরাতা ওসিমার পাঠানো ভিডিও বার্তা প্রচার করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, স্বাধীনতার পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুর্নগঠনের কাজ শুরু করেছিলেন।  সেসময় সহযোগিতার হাত বাড়িয়েছিল জাপান।

এসময় বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো বলেন, সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দু’দেশের মানুষের মধ্যে সৌহার্দ্য আরও বাড়াতে চান তারা। পরে পররাষ্ট্রমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানান, গ্রাফিক্যাল নোবেলর পর বঙ্গবন্ধুর জীবনীর ওপর জাপানের জনপ্রিয় সংস্কৃতি মাঙ্গা সিরিজ প্রকাশ হবে শিগগিরই।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন