নিউজজি প্রতিবেদক ফেব্রুয়ারী ২২, ২০২১, ১৭:১৮:৩৮
টিপু ও শাওন মাহমুদের কণ্ঠে ‘হৃদয় জুড়ে’ (ভিডিও)
দেশের অন্যতম ব্যান্ড তারকা সাঈদ হাসান টিপু। বিখ্যাত ব্যান্ড ‘অবসকিওর’-এর মূল ভোকাল তিনি। দীর্ঘ দিন ধরে তিনি গান করে আসছেন। তবে বর্তমান সময়ে গানে খুব একটা নিয়মিত নন তিনি।
সম্প্রতি নতুন একটি গান করেছেন টিপু। গানের শিরোনাম ‘হৃদয় জুড়ে’। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন শাওন মাহমুদ। দেশের স্বনামধন্য অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ব্যানারে ভিডিও আকারে গানটি প্রকাশিত হয়েছে।
‘হৃদয় জুড়ে বসত তোমার, আমার তবু তুমি নও/ তোমায় নিয়ে দোলাচলে আমার স্বপ্নরাও/ জানোনি এই মনের ধারা কেমন করে বয়ে যায়/ যেমন করে রঙধনু রঙ মেঘের বুকেতে লুকায়/’- এমন কথায় সাজানো গানটি লিখেছেন তানজিল রহমান। গানের সুর ও সঙ্গীতায়োজন করেছেন শান্ত রহমান।
‘হৃদয় জুড়ে’ গানটির ভিডিওতে অংশ নিয়েছেন সাঈদ হাসান টিপু ও শাওন মাহমুদ শিল্পীদ্বয়। মিউজিক ভিডিওটি উন্মুক্ত করা হয়েছে জি সিরিজের ইউটিউব চ্যানেলে।
গানের লিংক:
নিউজজি/কেআই