নিউজজি প্রতিবেদক ফেব্রুয়ারী ২২, ২০২১, ১৮:২৫:৩৯
ভেজা পোশাকে সানি, মুহূর্তেই ভাইরাল ছবি!
সানি লিওনি মানেই শরীরী উষ্ণতা। নিজেকে বরাবরই তিনি এমন রূপে উপস্থাপন করেন, যাতে ভক্তদের মনে শিহরণ জাগে। নিজের স্বভাবজাত ভঙ্গিমায় আবারও দেখা দিলেন সানি। আর সেই ছবি মুহূর্তেই হয়ে গেলো ভাইরাল।
২২ ফেব্রুয়ারি, সকালে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ছবি শেয়ার করেছেন সানি লিওনি। তাতে দেখা যাচ্ছে, সুইমিং পুল থেকে আধেক শরীর বাইরে রেখে দাঁড়িয়ে আছেন তিনি। আর পরনে হলুদ রঙের বিকিনি।
ভেজা রূপে সানির এই ছবি দেখে মাতোয়ারা তার অনুসারীরা। মাত্র সাত ঘণ্টায় ছবিটিতে ১১ লাখের বেশি লাইক পড়েছে। সেই সঙ্গে জমা হয়েছে হাজার হাজার মন্তব্য।
কয়েক দিন আগেও সানির আরেকটি ছবি ভাইরাল হয়েছিল। সেখানে তিনি ক্যামেরাবন্দী হয়েছিলেন লাল ব্লাউজ ও পেটিকোটে। একটি লেকের মধ্যে কুয়াশাঘেরা পরিবেশে তোলা সেই ছবিতে তিনি ধরা দিয়েছিলেন মোহময়ী রূপে। সেই ছবিতে ২০ লাখের বেশি লাইক পড়েছিল।
বর্তমানে সানি লিওনির হাতে রয়েছে বেশ কয়েকটি সিনেমার কাজ। এর মধ্যে ‘ভিরামাদেবী’, ‘রঙ্গিলা’, ‘হেলেন’, ‘কোতিগোব্বা ৩’ ইত্যাদি উল্লেখযোগ্য।
নিউজজি/কেআই