নিউজজি ডেস্ক ফেব্রুয়ারী ২৩, ২০২১, ১৩:২৫:৫২
শাহরুখ ভক্তদের অপেক্ষা বাড়লো আরো এক বছর
২০১৮ সালে সর্বশেষ দেখা গিয়েছিল শাহরুখ খানকে। সে বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল ‘জিরো’। বিশাল বাজেটে নির্মিত সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল।
তারপর যেন সিনেমা থেকে হারিয়েই গেলেন কিং খান। ইতোমধ্যে কেটে গেছে প্রায় তিন বছর। এখনো নতুন সিনেমার ঘোষণা দেননি তিনি। যেই সিনেমার গুঞ্জন শোনা যাচ্ছিল এতো দিন, সেটার মুক্তিও পেছালো আরো এক বছর। যার ফলে শাহরুখ ভক্তদের অপেক্ষাও বাড়লো আরো এক বছর।
শাহরুখের নতুন সিনেমার নাম ‘পাঠান’। অফিশিয়াল ঘোষণা না এলেও সিনেমাটির খবর মোটামুটি সবারই জানা। জোর কদমে চলছে শুটিং। এটি নির্মাণ করছেন ‘ওয়ার’ খ্যাত সিদ্ধার্থ আনন্দ। এতে শাহরুখের বিপরীতে আছেন দীপিকা পাডুকোন। ভিলেন হিসেবে আছেন জন আব্রাহাম। এছাড়া ক্যামিও চরিত্রে থাকছেন সালমান খান।
সম্প্রতি বলিউডের বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ জানান, ২০২২ সালে মুক্তি পাবে শাহরুখ খানের ‘পাঠান’।
এদিকে এমন খবর শুনে ভক্তদের মনে হতাশার কালো মেঘ আরো ঘনীভূত হয়েছে। সবার প্রত্যাশা ছিল, হয়ত এ বছরই কিং খান তার ভক্তদের সামনে হাজির হবেন। কিন্তু সেটাও শেষ অব্দি হলো না।
নিউজজি/কেআই