নিউজজি ডেস্ক মার্চ ৫, ২০২১, ১৫:০৯:০৩
দুই সপ্তাহের মাথায় তৃণমূল ছেড়ে বিজেপিতে কৌশানি?
টালিউডের এ প্রজন্মের অভিনেত্রী কৌশানি মুখার্জি। গ্ল্যামার দিয়ে এরই মধ্যে পরিচিতি পেয়েছেন তিনি। তবে এরই মধ্যে যোগ দিয়েছেন রাজনীতিতে। গত ২৪ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দেন তিনি।
তৃণমূলে যোগ দেয়ার পর এখনো দুই সপ্তাহ পার হয়নি। অথচ এর মধ্যেই নাকি দল বদল করতে চলেছেন কৌশানি। তৃণমূল ছেড়ে কৌশানি নাকি প্রতিদ্বন্দ্বী দল বিজেপিতে যোগ দিচ্ছেন। এমনটাই উঠে এসেছে ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে।
কিছু দিন আগেই বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ ও সোহেল দত্ত। শোনা যায়, সোহেলের জন্মদিনের পার্টিতেই দল বদলের সিদ্ধান্ত নেন তারা।
এদিকে সম্প্রতি সেই সোহেলের সঙ্গে দেখা গেছে অভিনেতা বনি সেনগুপ্তকে। এই দেখে অনেকেই বলাবলি করছেন, বনি সেনগুপ্ত হয়ত বিজেপিতে যোগ দিচ্ছেন। আর প্রেমিক বনির সঙ্গে একই দলে ভিড়তে যাচ্ছেন তার প্রেমিকা কৌশানিও। যদিও বিষয়টি নিয়ে তারা কেউই কোনো মন্তব্য করেননি।
একটি সূত্র বলছে, উত্তর কলকাতায় কোনো একটি আসনে বিজেপির প্রার্থী করা হতে পারে বনিকে। অন্যদিকে কৌশানিকে বালিগঞ্জ থেকে প্রার্থী করা হতে পারে।
নিউজজি/কেআই