নিউজজি প্রতিবেদক মার্চ ৫, ২০২১, ১৬:০৫:০৮
তৌসিফ-সারিকার নতুন নাটক ‘মেয়েদের মন’ (ভিডিও)
টিভি পর্দার পরিচিত অভিনেতা তৌসিফ মাহবুব এবং জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিন জুটি বেঁধে একটি নতুন নাটকে অভিনয় করেছেন। এর নাম ‘মেয়েদের মন’। নাটকটি উন্মুক্ত করা হয়েছে অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি সিরিজের ইউটিউব চ্যানেলে।
‘মেয়েদের মন’ নাটকের গল্প রচনা করেছেন সবুজ ওয়াহিদ। নাটকটি নির্মাণ করেছেন রাসেল আজম। নাটকে তৌসিফ ও সারিকা ছাড়াও অভিনয় করেছেন কচি খন্দকার ও সিয়াম নাসির প্রমুখ। নাটকটি প্রযোজনা করেছে জি সিরিজ।
নাটকের গল্পে দেখা যায়, তৌসিফ এলাকার একজন নতুন জ্ঞানী। একটি সংগঠনের আয়োজনে সে অংশ নেয় জ্ঞান প্রতিযোগিতায়। যেখানে তার প্রতিদ্বন্দ্বী জ্যেষ্ঠ জ্ঞানী কচি খন্দকার। তাকে হারিয়ে প্রতিযোগিতায় জয়লাভ করে তৌসিফ। তবে এই জ্ঞান নিয়ে তার বাড়াবাড়ি এক পর্যায়ে রূপ নেয় বিপদজনক পরিস্থিতিতে।
এই নাটকের চিত্রায়নে ছিলেন কামরুল ইসলাম শুভ। সম্পাদনা করেছেন সাব্বির আহমেদ। আবহ সঙ্গীত করেছেন আপেল মাহমুদ এমিল।
দেখুন ‘মেয়ের মন’:
নিউজজি/কেআই