নিউজজি প্রতিবেদক এপ্রিল ৭, ২০২১, ১৯:২৫:৩২
বর্ষীয়ান অভিনেত্রী কবরী
বর্ষীয়ান চলচ্চিত্র অভিনেত্রী ও রাজনীতিবিদ সারাহ বেগম কবরী করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। সোমবার (৫ এপ্রিল) তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কবরীর ব্যক্তিগত সহকারী নূর উদ্দিন বলেন, গত সোমবার ম্যাডামের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর ওনাকে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
তিনি আরো জানান, কবরীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে। কিন্তু তার আইসিইউ লাগছে না- সাধারণ বেডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সুভাষ দত্তের পরিচালনায় ১৯৬৪ সালে 'সুতরাং' সিনেমা দিয়ে চলচ্চিত্রে নাম লেখান নারায়ণগঞ্জের মেয়ে কবরী। এরপর 'বাহানা', 'তিতাস একটি নদীর নাম', 'রংবাজ', 'সারেং বউ', 'সুজন সখী'সহ অসংখ্য কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি। কিংবদন্তি এই অভিনেত্রী আওয়ামী লীগের রাজনীতির সংগেও যুক্ত আছেন।