নিউজজি প্রতিবেদক এপ্রিল ৮, ২০২১, ১১:৪৩:৪০
শহীদুজ্জামান সেলিম ও রোজী দম্পতি করোনায় আক্রান্ত
মহামারি করোনাভাইরাসে এবার সংক্রমিত হলেন তারকা দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। ৭ এপ্রিল, বুধবার খবরটি নিশ্চিত করেছেন বরেণ্য অভিনেতা শহীদুজ্জামান সেলিম।
তিনি জানান, করোনা শনাক্ত হওয়ার পর থেকে তারা বাসাতেই অবস্থান করছেন এবং চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ নিচ্ছেন।
শহীদুজ্জামান সেলিম জানান, গেলো মাসের শেষের দিকে কিছুটা জ্বর, ঠান্ডা ও হাচি-কাঁশি ছিল অভিনেত্রী রোজী সিদ্দিকীর। এরপর ১ এপ্রিল কিছুটা অসুস্থতা অনুভব করেন শহীদুজ্জামান সেলিম। অসুস্থতা বাড়তে থাকলে পরের দিন তারা দুজনেই নমুনা পরীক্ষা করান। ফলাফল পজিটিভ আসে দুজনেরই।
এ বিষয়ে শহীদুজ্জামান সেলিম বলেন, ‘ডাক্তার বলেছেন, বাসায় বসে ঠিকমতো প্রয়োজনীয় ওষুধ সেবন করলেই হবে। এর মধ্যে যদি কোনো জটিলতা দেখা দেয়, তাহলে জরুরি ভিত্তিতে হাসপাতালে যেতে হবে। এ নিয়ে চিন্তা করতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি স্বাভাবিক খাবার ও প্রোটিন বেশি খেতে বলেছেন।’
এদিকে করোনায় আক্রান্ত হওয়ার কারণে একাধিক নাটক ও ধারাবাহিকের শুটিং বাতিল করেছেন শহীদুজ্জামান সেলিম ও রোজী সিদ্দিকী। ১৪ দিন কোয়ারেন্টিন শেষে সুস্থ হয়ে তবেই তারা শুটিংয়ে ফিরবেন বলে জানা গেছে।
নিউজজি/কেআই