শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ , ১০ শাওয়াল ১৪৪৫

বিনোদন

১৬টি রাজ্যে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করছেন সোনু সুদ

নিউজজি প্রতিবেদক  জুন ১০, ২০২১, ১৮:৪৩:৫৩

295
  • ছবি: ইন্টারনেট

দেশের গ্রামীণ চিকিৎসাব্যবস্থার উন্নয়নে বেশকিছু জায়গায় অক্সিজেন্ট প্ল্যান্ট বসাবেন বলে বেশ কিছুদিন আগেই ঘোষণা দিয়েছিলেন সোনু সুদ। ঘোষণা অনুযায়ী এবার দেশের ১৬ থেকে ১৮টি রাজ্যে অক্সিজেন প্ল্যান্ট স্থাপন করার কথা জানালেন সোনু। 

অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও কুর্নুলে এই কাজ সবার আগে চালু করেছিলেন সোনু। তখনই জানিয়েছিলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে বসবাসকারী মানুষের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াই হবে তার লক্ষ্য। চলতি মাস থেকেই কাজ শুরু হয়ে যাবে এবং সেপ্টেম্বর মাসের মধ্যে কাজ শেষ করে ফেলা সম্ভব হবে। 

ভারতীয়ী সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনু জানান, প্রায় সব রাজ্যেই অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের চেষ্টা চালাচ্ছি। অন্ততপক্ষে ১৫০ থেকে ২০০ বেড রয়েছে এমন হাসপাতালের নিকটে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের চেষ্টা করা হচ্ছে। যাতে করে হাসপাতালগুলোকে আর অক্সিজেন সঙ্কটের মুখে পড়তে না হয়। মাঝেমধ্যে রোগীদের অক্সিজেনের জন্য অনেক দূর যেতে হয়, মাঝ রাস্তাতেই অনেকে মারা যান। এখন লক্ষ্য একটাই, সফলতার সঙ্গে পরিকল্পনার বাস্তবায়ন।’

সোনু আরও জানান, বর্তমানে প্রায় ৭০০ অক্সিজেন কনসেনট্রেটর দিয়ে কাজ চালানো হচ্ছে। অক্সিজেন প্ল্যান্ট বসানো হলে অক্সিজেনের সমস্যা পুরোটাই মিটে যাবে। কেন আমরা করোনার তৃতীয় কিংবা চতুর্থ ওয়েভের জন্য অপেক্ষা করব। মহামারি মিটে গেলও গ্রাম ও জেলাগুলোর কাছে অক্সিজেনের সাপ্লাই সব সময় থাকবে।’

নিউজজি /ওএফবি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন