বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ , ৫ জুমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভেঙে গেল পূজা-অর্ণবের প্রেমের সংসার

নিউজজি প্রতিবেদক  ডিসেম্বর ৪, ২০২১, ০০:৫৮:২৪

6K
  • ভেঙে গেল পূজা-অর্ণবের প্রেমের সংসার

দীর্ঘ চার বছরের সংসার জীবনের ইতি টানলেন কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা ও মডেল-অভিনেতা অর্ণব অন্তু। তবে কী কারণে তাদের প্রেমের সংসার জীবনের ইতি টেনেছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিচ্ছেদের তথ্য নিশ্চিত করেছেন পূজার স্বামী অর্ণব।

শুক্রবার (৩ ডিসেম্বর) রাতে পূজার স্বামী অর্ণব সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে লিখেন, ‘মহানের কাছে সুস্থ এবং সুন্দর জীবনের কামনা করে, আমাদের সাংসারিক যাত্রা, আমার পক্ষ থেকে এখানেই ইতি টানলাম। ভালো থেকো।’

তবে এ ব্যাপারে পূজার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি।

২০১৬ সালের মাঝামাঝিতে প্রকাশ হওয়া পূজার ‘অবুঝ পাখি’ গানে মডেল হয়েছিলেন অন্তু। সেখান থেকেই বন্ধুত্বের শুরু। ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এরপর তা বিয়ের পিঁড়ি পর্যন্ত গড়ায়।

২০১৭ সালে ১ ফেব্রুয়ারি জমকালো আয়োজনে দীর্ঘ দিনের প্রেমিক অর্ণবকে বিয়ে করেন কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। তবে পঞ্চম বিবাহ বার্ষিকীর আগেই প্রকাশ্যে আসে তাদের বিবাহ বিচ্ছেদের খবর।

২০০৮ সালে ‘সেরা কণ্ঠ’ প্রতিযোগিতার মাধ্যমে গানের ক্যারিয়ার শুরু করেন পূজা। এরপর অ্যালবাম ও প্লেব্যাক দিয়ে দর্শক-শ্রোতাদের মন জয় করেছেন তিনি। বর্তমানে নিয়মিত গান করছেন এই কণ্ঠশিল্পী।

নিউজজি/রুআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন