বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ১৩ চৈত্র ১৪৩১ , ২৭ রমজান ১৪৪৬

বিনোদন

খুশবুন বিন্দু’র ‘স্বপ্ন মেলা ডানা’

নিউজজি প্রতিবেদক  ফেব্রুয়ারী ২৬, ২০২৪, ১৬:৫০:৪০

693
  • ছবি: সংগৃহীত

এ প্রজন্মের কণ্ঠশিল্পী খুশবুন বিন্দু। নিয়মিত গান করছেন তিনি। তারই ধারাবাহিকতায় এই গায়িকা নিয়ে এলেন ‘স্বপ্ন মেলা ডানা’ শিরোনামের নতুন গান-ভিডিও। তার সঙ্গে গানটি দ্বৈতভাবে গেয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় গায়ক রেহান রাসুল।

শান্ত পথিকের কথায় গানটির সুর করেছেন রেহান রাসুল এবং সঙ্গীতায়োজন করেছেন হাসিন হাসনাত হৃদয়। গানটিতে মডেল হয়েছেন ইপশিতা শবনম ও শিল্পীরা। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এ সময়ের তরুণ দর্শকপ্রিয় নির্মাতা কাজল আরফিন অনিক। সম্প্রতি গায়িকার নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।

নতুন গান প্রসঙ্গে খুশবুন বিন্দু বলেন, রোমান্টিক কথামালায় গানটি সাজানো। বরাবরই এ ধরণের গানের প্রতি আমার আগ্রহ। শ্রোতাদের কথা মাথায় রেখে গানটি গেয়েছি। আশা করছি, সবার গান-ভিডিও পছন্দ হবে।

নির্মাতা অনিক বলেন, গানের কথাগুলো সুন্দর। শিল্পীরা ভালো গেয়েছেন। কথার সঙ্গে মিল রেখে চেষ্টা করেছি শ্রোতাদের দারুণ কিছু উপহার দিতে। আশা করছি, সব শ্রেণির মানুষের গান-ভিডিও ভালো লাগবে।

খুশবুন বিন্দুর উল্লেখযোগ্য প্রকাশিত গানের মধ্যে রয়েছে—‘সুতো কাটা ঘুড়ি’, ‘জংলার পাখি’, ‘এই পৃথিবীর পরে’, ‘আঁধার কালো রাত’ ইত্যাদি।

নিউজজি/রুআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন