রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ , ১৭ শাবান ১৪৪৬

বিনোদন

আসছে সাথী খানের ‘আমার কেমন ব্যাথা লাগে’

নিউজজি প্রতিবেদক  এপ্রিল ১৭, ২০২৪, ১৯:২০:৪৪

828
  • আসছে সাথী খানের ‘আমার কেমন ব্যাথা লাগে’

এবারের ঈদে তরুণ গীতিকার মামুন আফনান রুমির কথায় ধারাবাহিক কয়েকটি গানের মধ্যে তার কথায় গেয়েছেন সাথী খান। `আমার কেমন ব্যাথা লাগে’ শিরোনামে গানটি আগামীকাল ১৮ এপ্রিল প্রকাশিত হবে ‘চিশতী মিউজিক’ ইউটিউব চ্যানেল থেকে।

এস রুহুলের সুরে গানটিতে সংগীতায়োজন করেছেন সংগীত পরিচালক রেজওয়ান শেখ। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন রুমি নিজেই। যেখানে আনান খানের বিপরীতে অভিনয় করেছেন আনফি সিনহা।

গানটি প্রসঙ্গে মামুন আফনান রুমি বলেন, কয়েকদিন আগে আমার কথা ও সুরে ‘আমিও তো মানুষ বন্ধু’ শিরোনামে সাথী খানের একটি গান প্রকাশিত হয়। সেই গানে ভালো সারা পেয়ে এবারের গানটিও লিখেছি। আমার কথায় সাথী খানের চারটি গান আসছে। আশা করি সবাই শুনে মুগ্ধ হবেন।

উল্লেখ্য, মামুন আফনান রুমি এই প্রজন্মের গীতিকার হিসেবে ইতোমধ্যে নিজেকে পরিচিত করেছেন সংগীতাঙ্গনে। তার কথায় গেয়েছেন আসিফ আকবর, কাজী শুভ, এফ এ সুমন, মিলন, ন্যান্সি, শামস্, ইলিয়াস, অরিন, নিশ্চুপ বৃষ্টি, ইমন খান, সাফায়াত বেলালসহ অনেকেই।

নিউজজি/নাসি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন