বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১ , ৯ জুমাদাউস সানি ১৪৪৬

বিনোদন

ডুব দেয়া প্রসঙ্গে আফরান নিশো বললেন, ‘হারিয়ে থাকা মানে হারিয়ে যাওয়া নয়’

নিউজজি প্রতিবেদক  মে ১৪, ২০২৪, ১৭:৫০:৩১

138
  • ছবি: সংগৃহীত

‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো চলচ্চিত্রে নাম লেখান ছোট পর্দার অভিনেতা আফরান নিশো। সিনেমাটি মুক্তির পর আলোচনার পাশাপাশি সমালোচনাও কুড়াতে হয় তাকে। গত ঈদুল আজহায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

এরপর তবে কোনো সিনেমায় পাওয়া যায়নি নিশোকে। অনেকটা ডুব দিয়েছেন তিনি। কী করছেন নিশো? সেই প্রশ্নের উত্তর খুঁজছিলেন নিশোর অনুরাগীরা। অনুরাগীদের অপেক্ষার ইতি ঘটিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন এই অভিনেতা। একটি নয়, জোড়া সিনেমায় অভিনয় করছেন তিনি। সম্প্রতি এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সঙ্গে দুটি সিনেমার চুক্তি সেরেছেন নিশো।

দুই সিনেমার মূল চরিত্রে থাকছেন নিশো। তবে সিনেমার নাম, সিনেমাটি কে পরিচালনা করছে, তা এখনো খোলাসা করেনি প্রযোজনা প্রতিষ্ঠানটি। শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে।

এ প্রসঙ্গে নিশো বলেন, ‘যে কোনো সৃষ্টিশীল কাজের সাফল্যের জন্য সময়টা খুবই প্রয়োজন। সিনেমার অপরিহার্য বিষয় হচ্ছে সকল ক্ষেত্রের সঠিক সমন্বয়। সমন্বয় যতটা ভালো হবে, সিনেমা ভালো হওয়ার সম্ভাবনা ততটাই বেড়ে যায়। সে জন্য তো সময় দিতেই হবে। সময় দেয়া আর নেয়ার মাঝেই তো ভালো সিনেমা। তাই মাঝে মাঝে হারিয়ে থাকা প্রয়োজন। তবে এই হারিয়ে থাকা মানে হারিয়ে যাওয়া নয়, এই হারিয়ে থাকা মানে সমন্বয়, তৈরি হওয়া, প্রস্তুত হওয়া। হারিয়ে থাকা যেমন নিখোঁজ সংবাদের আভাস দেয়, তেমনি খুঁজে পাবার আগ্রহ সৃষ্টি করে। অনেক নিখোঁজের মাঝে আমি খোঁজ পেয়েছি। যারা আমার সঙ্গে দুটি সিনেমার চুক্তি সম্পন্ন করেছেন। তারা আমাকে এবং আমি তাদেরকে খুঁজে পেয়েছি, আমি আনন্দিত।’

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড-এর চেয়ারম্যান মহেন্দ্র সোনি এবং ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল, অভিনেতা নিশোর ফিরে আসা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। সেইসঙ্গে বাংলার চলচ্চিত্রপ্রেমী দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া প্রত্যাশা করছেন।

নিউজজি/রুআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন