রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ , ৪ রবিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কুৎসিত কুকুর থেকে হলিউড তারকা

নিউজজি ডেস্ক  আগস্ট ৫, ২০২৪, ১০:১৩:১১

79
  • কুৎসিত কুকুর থেকে হলিউড তারকা

পেগি নামের একটি একটা কুকুরকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। একসময় কুৎসিত হিসেবে ধরা কুকুরটি এখন হলিউড তারকা। সম্প্রতি মুক্তি পাওয়া ডেডপুল অ্যান্ড উলভারিন সিনেমায় দেখা গেছে পেগিকে। ৫ বছর বয়সী পেগি গত বছর সবার নজরে আসে। একটি প্রতিযোগিতায় পেগি সবচাইতে কুৎসিত কুকুরের তকমা পায় তারপরেই তাকে নিয়ে আলোচনা শুরু হয়।  

এ বিষয়ে কুকুরটির মালিক বলেন, ‘হলিউডের সিনেমায় সবটচেয়ে কুৎসিত কুকুরের অভিনয় বিশ্বাসযোগ্য ছিল না। ’তিনি আরও বলেন, ‘ আমি কখনো স্বপ্ননেও কল্পনা করিনি সে এতবড় তারকা হবে। যখন আমরা ওর ছবি দিয়েছিলাম তখনো ভাবিনি ও এতদূর আসবে। 'সিনেমায় অভিনয়ের সময় পেগি তার মালিকের কাছে ছিল না। এ বিষয়ে তার মালিক বলেন, ‘ওই সময়ে খুব মিস করেছি পেগিকে। আমার দুই সন্তানও মিস করেছে তাকে। ’

সামাজিক যোগাযোগমাধ্যমেও পেগিকে নিয়ে আলোচনা চলছে। পেগির মালিক বলেন, ‘যখন আমি অনলাইনে কমেন্ট পড়ি তখন দেখি সেগুলো খুব ইতিবাচক , সবাই পেগিকে সুন্দর বলছে। ’ সিনেমার টিমকে নিয়েও সন্তুষ্ট পেগির মালিক। তিনি বলেন, ‘ তারা সত্যিই পেগিকে ভালোবেসেছে এবং আদর করেছে। ’

শন লেভির পরিচালনায় ডেডপুল অ্যান্ড উলভারিন ডেডপুল সিরিজের তৃতীয় চলচ্চিত্র। সিনেমাটিতে অভিনয় করেছেন রায়ান রেনল্ডস, হিউ জ্যাকম্যান, রেট রিজ, পল ওয়ের্নিক প্রমুখ। হিউ জ্যাকম্যান ও রায়ান রেনল্ডসের জুটি এই সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন