রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ , ৪ রবিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কিংবদন্তি অভিনেত্রী সুলতানা জামান

নিউজজি ডেস্ক  আগস্ট ১০, ২০২৪, ১০:৫১:০৩

53
  • ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের চলচ্চিত্রের একেবারে শুরুর দিকের অভিনেত্রী তিনি। অথচ এখনো তিনি দারুণভাবে স্মরণীয়। কারণ কাজের মাধ্যমে তিনি নিজেকে কালজয়ী করে তুলেছেন। তিনি সুলতানা জামান। এ দেশের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী।

আজ ১০ আগস্ট সুলতানা জামানের জন্মদিন। ১৯৪০ সালের ১০ আগস্ট তিনি ফরিদপুরে জন্মগ্রহণ করেন। তার পারিবারিক নাম সৈয়দা হোসনে আরা শরীফা বেগম। অবশ্য পরিবারের সবাই আদর করে ডাকতেন মিনা বলে। সুলতানা জামানের শৈশব কেটেছিল নাটোরে।

সুলতানা জামানের অভিনয় জীবন শুরু হয় ১৯৫৯ সালে। সে বছর তিনি অভিনয় করেন ‘মাটির পাহাড়’ নামের একটি সিনেমায়। দক্ষ অভিনয় দিয়ে তিনি নজর কাড়েন সবার। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।

দীর্ঘ ক্যারিয়ারে তিনি অভিনয় করেছেন মাটির পাহাড়, চান্দা, নতুন দিগন্ত, আবার বনবাসে রূপবান, জংলী ফুল, উজালা, সোনার কাজল, মনের মতো বউ, জোয়ার এলো, অনেক দিনের চেনা, জানাজানি, সাতরং, বেয়াকুফ, মালা, মিশর কুমারীসহ অগণিত সিনেমায়।

প্রথম দিকে তিনি মিনা জামান নামেই সিনেমায় অভিনয় করতেন। কিন্তু পরবর্তীতে খান আতাউর রহমানের ‘অনেক দিনের চেনা’ সিনেমা থেকে তিনি সুলতানা জামান নামটি ব্যবহার শুরু করেন।

১৯৭৮ সালে শারীরিক অসুস্থতার কারণে সুলতানা জামান অভিনয় জীবনের ইতি টানেন। এই বছরেই তিনি অভিনয় করেন তার শেষ সিনেমা ‘তৃষ্ণা’তে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি নয়নমণি, নিশান, জাদুর বাঁশি, অনুভব, অগ্নিশিখাসহ কিছু দর্শকনন্দিত সিনেমায় অভিনয় করেন।

বাংলা চলচ্চিত্রের প্রতি ভালোবাসা আর দায়বদ্ধতার অংশ হিসেবে তিনি ‘ছদ্মবেশী’ ও ‘ভানুমতী’ নামে দুটি সিনেমা প্রযোজনা করেন। শুধু অভিনয় আর প্রযোজনাই নয়, লেখালেখিও করেছেন সুলতানা জামান। ‘সাগরের নীল চোখ’ নামে তার একটি উপন্যাসও রয়েছে।

সমৃদ্ধ অভিনয় জীবনের স্বীকৃতিস্বরূপ ২০১০ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তিনি আজীবন সম্মাননা লাভ করেন। তার দুই বছর পর ২০১২ সালের ২০ মে মৃত্যুবরণ করেন সুলতানা জামান।

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন