রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ , ৪ রবিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

দোষীদের শাস্তি চাইলেন স্বস্তিকা

নিউজজি ডেস্ক  আগস্ট ১০, ২০২৪, ১৫:৩৮:৩৩

70
  • ছবি : সংগৃহীত

ওপার বাংলার আর জি কর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের রহস্যজনক মৃত্যু! সেমিনার হল থেকে অর্ধনগ্ন অবস্থায় উদ্ধার তরুণী জুনিয়র ডাক্তারের দেহ। ঘটনার প্রতিবাদে উত্তাল হাসপাতাল চত্বর। দোষীর কড়া শাস্তির দাবিতে পথে নেমে বিক্ষোভ প্রদর্শন চিকিৎসকদের।

কলকাতা ছাড়িয়ে প্রতিবাদের আঁচ রাজ্যের জেলাগুলিতেও। আমজনতা থেকে সেলেব সকলের কপালেই ভাঁজ মেয়েদের নিরাপত্তা নিয়ে। অনেকেই প্রশ্ন তুলেছেন, সরকারি হাসপাতালে যদি একটা মহিলা চিকিৎসকের নিরাপত্তা না থাকে, তাহলে পথেঘাটে নিত্যদিন চলা মেয়েরা কতটা নিরাপদ? সেই সুরেই সুর মেলালেন স্বস্তিকা মুখোপাধ্যায়।

অভিনেত্রীর মন্তব্য, ‘নিন্দে করার মতো ভাষা নেই। এই দোষীদের অন্তত সাজা হোক। এইবার আর মেয়েটার দোষ, সে ভুলভাবে ভুল সময়ে ভুল জায়গায় ছিল, বলে তার দিকে আঙুল তুলব না।’ স্বস্তিকার প্রশ্ন, ‘একটা হাসপাতালেও মেয়েরা নিরাপদ নয়? যাব কোথায়?’

সম্প্রতি মুক্তি পেয়েছে স্বস্তিকা অভিনীত ‘বিজয়া’। যে সিরিজ যাদবপুরের ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনার অবলম্বনে তৈরি। একটা মায়ের কোল যেভাবে খালি হয়ে গেল, সেই প্রশ্ন তুলেই বুকে যন্ত্রণা চেপে সোশাল মিডিয়ায় অনেকেই প্রতিবাদে নেমেছেন। স্বস্তিকাকে ওই সিরিজে মায়ের ভূমিকাতেই দেখা গিয়েছিল। হাজার হলেও তিনিও মা। তাই আর জি কর হাসপাতালের তরুণী চিকিৎসকের মৃত্যুর প্রতিবাদে তিনিও শামিল হয়েছেন।

নিউজজি/পি.এম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন