মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ , ৩ জুমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পূজার নাটকে সুষমা ও প্রাণ রায়

নিউজজি প্রতিবেদক  অক্টোবর ১২, ২০২৪, ১৬:২৪:০৬

47
  • ছবি: সংগ্রহ

ঢাকা : দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নির্মিত হয়েছে নাটক ‘প্রতিমা’। বিবেক বর্মনের রচনায় নাটকটি প্রযোজনা করেছেন হাসান রিয়াদ। অভিনয় করেছেন প্রাণ রায়, সুষমা সরকার, আব্দুল আজিজ, সাজ্জাদ সাজু, বিমল ব্যানার্জি, বিবেক বর্মন ও বিন্দু রোজারিও। আজ শনিবার (১২ অক্টোবর) রাত ৯টা ০৫ মিনিটে নাটকটি প্রচারিত হবে।

প্রতিমা গড়ার কারিগর সংকট নিয়ে শুরু হয় নাটকের কাহিনি। নাটকের গল্পে দেখা যাবে—দত্ত বাড়িতে অনেক বছর ধরে দুর্গাপূজা হয়ে আসছে। একবার পূজার সময় শহর থেকে বাড়িতে আসে সলিল দত্তের মেয়ে প্রতিমা। সে তাদের গ্রামের ছেলে রঞ্জনকে ছোটবেলা থেকেই ভালোবাসে কিন্তু বলতে পারে না। রঞ্জন চারুকলায় পড়ালেখা শেষ করে এখন গ্রামেই থাকে। সে রঞ্জনের বাড়িতে গিয়ে তাকে দুর্গাপূজার প্রতিমা বানাতে সাহায্য করার কথা বলে।

এতে রঞ্জন খুব খুশি হয় এবং নিজেরাই প্রতিমা বানানোর কাজ করতে থাকে। প্রতিমা বানাতে গিয়ে তারা দুজন আরো কাছাকাছি আসে এবং পরস্পরের প্রতি ভালোবাসার কথা প্রকাশ করে। অন্যদিকে, প্রতিমার বাবা অন্যত্র তার বিয়ে ঠিক করে। এ নিয়ে রঞ্জন ও প্রতিমার মধ্যে মান-অভিমান হয়। ছোটবেলায় মাকে হারানো রঞ্জন তার মায়ের মুখের আদলে মা দুর্গার মুখ বানিয়ে ফেলে। তারপর রঞ্জনকে আর কোথাও খুঁজে পাওয়া যায় না। নানান নাটকীয়তায় এগিয়ে যায় নাটকের গল্প।

  

 

নিউজজি /জাহো

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন