মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ , ৮ জুমাদাউস সানি ১৪৪৬

বিনোদন

আপনি প্যান ওয়ার্ল্ড সুপারস্টার, ভারতকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি শাহরুখ খান

নিউজজি ডেস্ক  নভেম্বর ৪, ২০২৪, ১৮:১১:১৮

92
  • ছবি: সংগ্রহ

ঢাকা :শাহরুখ খান এবারের জন্মদিনে একটি ক্লোজড ডোর পার্টি রেখেছিলেন। প্রতিবারের মতো এবার মান্নাতের ছাদে ওঠার যে অনুষ্ঠান, তা হয়নি। সেখানে অনেক শাহরুখ ভক্তও উপস্থিত ছিলেন। কিন্তু সেই অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসা এক নারীর প্রশ্নের জবাবে নিজের পরের ছবি নিয়ে কথা বলেন বলিউড বাদশাহ শাহরুখ খান।

এর আগে ২০২৩ সালের ডিসেম্বরে ডাঙ্কি মুক্তি পাওয়ার পর থেকেই শাহরুখ খানের পরবর্তী সিনেমা কী হবে তা নিয়ে চর্চা শুরু হয়েছিল। যদিও পরিচালক সুজয় ঘোষের সিনেমায় কাজ করছেন, সেই সিনেমায় শাহরুখকন্যা সুহানা খানও অভিনয় করেছেন, তা এতদিন ছিল ইন্ডাস্ট্রির ওপেন সিক্রেট। কিন্তু এবার বাদশাহ নিজেই তা ঘোষণা করলেন। জন্মদিনের দিন সামনে এলো ‘কিং’-এর কথা।

সেই নারী বলেন, ‘আপনি শুধু প্যান-ইন্ডিয়া নয়, প্যান ওয়ার্ল্ড। আরও স্পষ্ট করে বললে— আপনি প্যান ওয়ার্ল্ড সুপারস্টার’। এর উত্তরে শাহরুখ ওই নারীকে জবাব দেন—আমি ভারতকে সেই জায়গায় নিয়ে যাচ্ছি, যা আগে অসম্ভব ছিল। তিনি আরও বলেন, আমি মনে করি ভারত, ভারতীয় উপমহাদেশ এবং এখানকার লোকেরা আমাকে এমন একটি জায়গায় নিয়ে গেছে, যা আমি ভাবিওনি কখনো সম্ভব হবে।

এ বলিউড বাদশাহ বলেন, তার লক্ষ্য সর্বদা ভারতীয় সিনেমাকে বিশ্বব্যাপী প্রসারিত করা। তিনি বলেন, ‘এখনকার দিনে ভাষা আর কোনো বাধা নয়। ইনশাআল্লাহ! আরও অনেক লোক রয়েছে, যারা ভারতীয় সিনেমাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমাদের এমন গল্প লিখতে হবে, যা উচ্চমানের হয়েও হৃদয় ছুঁয়ে যায়।

এর পরই নিজের নতুন প্রোজেক্ট নিয়ে কথা বলতে গিয়ে শাহরুখ জানালেন তার পরের ছবি কিং-এর নাম ইংরেজিতে রাখার পেছনে এ উদ্দেশ্যই ছিল। যাতে তা ভারতের সীমা অতিক্রম করে বিশ্বব্যপী ছড়িয়ে যায়। তিনি বলেন, ‘আমি এখন আমার সিনেমার নাম ইংরেজিতে রাখি, যাতে আমেরিকার মানুষ বুঝতে পারে, এর অর্থ কী। এর পর হেসে ওই নারীর উদ্দেশে শাহরুখ বলেন, ‘ভারত থেকে বার্তা নিয়ে যান, কিং ইজ কামিং’।

উল্লেখ্য, ২০২৬ সালের মাঝামাঝি মুক্তি পাওয়ার কথা রয়েছে কিং-এর, যা পরিচালনা করছেন সুজয় ঘোষ। এ ছবিতে দেখা যাবে সুহানা খান ও শাহরুখ খানকে একসঙ্গে।

 

 

নিউজজি/জাহো

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন