মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১ , ৮ জুমাদাউস সানি ১৪৪৬

বিনোদন

নোরা বলিউডের পরবর্তী ক্যাটরিনা বানানোর প্রস্তাব পেয়েছিলেন , বিনিময়ে কী চাওয়া হয়েছিল?

নিউজজি ডেস্ক  নভেম্বর ৪, ২০২৪, ১৯:১৭:১৮

71
  • ছবি: সংগ্রহ

ঢাকা : ইতোমধ্যে বলিউডে ১০ বছর পূর্ণ করলেন অভিনেত্রী ও ড্যান্সিং কুইন নোরা ফাতেহি। ২০১৪ সালের ছবি ‘ফুগলি’ দিয়ে ক্যারিয়ার শুরু করা নোরা এক দশকে অভিনয়ের পাশাপাশি নাচের জন্যও বিশেষ খ্যাতি অর্জন করেছেন। তিনি এখন পর্যন্ত ৪৪টিরও বেশি চলচ্চিত্র ও গান করেছেন, যা বলিউডে নোরার জীবন দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছে।

সম্প্রতি চলচ্চিত্র সমালোচক রাজীব মাসান্দকে একটি সাক্ষাৎকারে নোরা ফাতেহি তার সংগ্রামী দিনের কথা স্মরণ করে অনেক গল্প বলেছেন। তিনি বলেছেন তার বলিউড ইন্ডাস্ট্রির শুরুর দিনের গল্প।

 নোরা বলেন, ‘আমি যখন কানাডা থেকে মুম্বাইয়ে আসি, তখন আমার বয়স ছিল মাত্র ২২ বছর। আজ যদি কেউ আমার কাছে কোনো কাজ নিয়ে আসে, আমি তাকে জিজ্ঞেস করি— আপনি আমাকে কেন কাজের প্রস্তাব দিচ্ছেন? তুমি আমার কাছে কি চাও?— এই যুগে কেউ কারও জন্য বিনাপয়সায় কিছু করে না।

তিনি বলেন, কিন্তু তখন এরকম পরিস্থিতি ছিল না। আমি বিশ্বাস করতাম যে, কেউ যদি আসে, তাকে আমার জন্য ঈশ্বর পাঠিয়েছেন। নোরা বলেন, কিন্তু আমি আমার কর্মজীবনের শুরুতে অনেক বোকা মানুষকে অনুসরণ করেছি। তাদের অনেকেই সরাসরি আমার কাছে সুবিধা চেয়েছেন।

এ ছাড়া অনেকে এমনও বলেছেন যে, আমি আপনাকে বলিউডের পরবর্তী ক্যাটরিনা কাইফ বানানো, কিন্তু বিনিময়ে আমি কী পাব? নোরা ফাতেহি দীর্ঘদিন সংগ্রাম করে নিজের জায়গা করে নিয়েছেন।

নোরার নাচের প্রতি প্রেম ও প্রতিভা তাকে অনেক আইটেম গানে অন্তর্ভুক্ত করেছে, যা দর্শকদের মধ্যে প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে। বর্তমানে নোরা শুধু নাচেই নয়, চলচ্চিত্রেও কাজ করছেন এবং তার ক্যারিয়ার যেন দিনকে দিন আরও উজ্জ্বল হচ্ছে।

নোরা ফাতেহি এখন পর্যন্ত ৪৪টিরও বেশি প্রকল্পে কাজ করেছেন এবং তার ক্রেজ এখনো দর্শকদের মধ্যে অনেক কথা বলে। শুধু চলচ্চিত্র নয়, মিউজিক ভিডিওতে তার উপস্থিতিও দর্শকদের আকর্ষণ করে।

 

নিউজজি/জাহো

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন