রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ , ২৬ রজব ১৪৪৬

বিনোদন

অমিতাভ নয়, কার সঙ্গে রাত কাটানো নিয়ে রেখার আক্ষেপ

নিউজজি ডেস্ক  ডিসেম্বর ১০, ২০২৪, ১৯:৪৫:৪৫

80
  • ছবি: সংগ্রহ

ঢাকা : রেখা, বরাবরই বোল্ড লুক, গ্ল্যামার ও অভিনয়ের জন্য জনপ্রিয়। হাজার হাজার ভক্তদের মনে তাঁর বাস। রেখা পর্দায় থাকা মানেই দর্শকদের কাছে বাড়তি পাওনা। বয়স যেন তাঁর কাছে একটা সংখ্যা মাত্র। গ্ল্যামার কুইন সেই সেলেবকে নিয়েই আজও কৌতুহলের পারদ থাকে তুঙ্গে। স্বপ্নের নায়িকা তিনি।

তবে পর্দায় তাঁর চরিত্র যতটা রঙিন ব্যক্তি জীবনে ঠিক ততটাই ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছেন অভিনেত্রী। সম্পর্কে সেভাবে সুখ পাননি কোনওদিন। ভালবেসে যাঁকে মন দিয়েছিলেন, তিনিও অধরাই থেকে গিয়েছেন বলে একাধিক সাক্ষাৎকারে দাবি করতে দেখা যায় রেখাকে। তাই বলে কম সম্পর্ক উঁকি দেয়নি নায়িকার জীবনে।

তেমনই এক সম্পর্কের নাম কিরণ কুমার। যাঁর সঙ্গে সম্পর্কে মোটেও সুখী ছিলেন না রেখা। কিরণ তাঁর কাছে ‘মামাস বয়’। অর্থাৎ মায়ের আঁচলের তলায় থাকা সন্তান। যে প্রেমিকার আবদার মেটানোর থেকে অনেক বেশি চিন্তিত থাকে কখন বাড়ি ফিরতে হবে।

এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুলেছিলেন রেখা। রেখা বলেছিলেন– আমরা কখনই গভীর রাতে একসঙ্গে সময় কাটাইনি। ১০টায় ওকে বাড়ি ফিরতেই হবে। একগ্লাস দুধ পান করে শুয়ে পড়তে হবে।

এই প্রসঙ্গে পরবর্তীতে কিরণ কুমারকে প্রশ্ন করা হলে, তিনি বিষয়টা স্বীকার করে নিয়েছিলেন। বলেছিলেন, তিনি এই নিয়ে বহুবার রেখার সঙ্গে কথাও বলেছেন। যদিও এই সম্পর্কের মেয়াদ খুব বেশিদিনের ছিল না।

রেখা একাধিক ব্যক্তির জীবনে প্রেম নিয়ে হাজির হলেও আজও তাঁর একজনের নামেই ঠোঁটের কোলে হাসি খেলে যায়। আর সেই নাম অমিতাভ বচ্চন। যদিও এই সম্পর্ককে কখনও তিনি কলুশিত করেননি।

 

নিউজজি/জাহো

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন