রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ , ২৬ রজব ১৪৪৬

বিনোদন

নতুন বছরে মনির খানের অঞ্জনা

নিউজজি ডেস্ক  ডিসেম্বর ১২, ২০২৪, ১৯:২৪:০২

56
  • ছবি: সংগ্রহ

ঢাকা : জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। তার প্রথম অ্যালবাম প্রকাশ হয় ১৯৯৬ সালে। ‘তোমার কোনো দোষ নেই’ নামের অ্যালবামে ‘অঞ্জনা’ শিরোনামের একটি গান ছিল। গানটি সে সময় এতটাই জনপ্রিয় হয় যে, এরপর সিরিজ আকারে অঞ্জনা শিরোনামে গান করেছেন এ শিল্পী।

সম্প্রতি এ শিল্পী উদ্যোগ নিয়েছেন অঞ্জনা শিরোনামে নতুন গান করার। জানিয়েছেন, বছরের প্রথম দিনেই প্রকাশ করতে যাচ্ছেন ‘অঞ্জনা’কে নিয়ে নতুন গান। এর কথা লিখেছেন এবং সুর ও সংগীতায়োজন করেছেন মিল্টন খন্দকার।

এ প্রসঙ্গে মনির খান বলেন, আমি বরাবরই শ্রোতাদের কথা মাথায় রেখে, তাদের চাওয়া অনুযায়ী গান প্রকাশ করি। ‘অঞ্জনা’ শিরোনামের এ গানটিও তার ব্যতিক্রম নয়। সিদ্ধান্ত নিয়েছি, প্রতি জানুয়ারির শুরুতে এ শিরোনামে গান প্রকাশ করার।’

তিনি আরও বলেন, ‘বিভিন্ন লাইভ অনুষ্ঠান কিংবা দেশ-বিদেশে স্টেজ শোতে শ্রোতাদের কাছ থেকে সবচেয়ে বেশি অনুরোধ পাই অঞ্জনা শিরোনামে যেন আরও বেশি গান করি। আমার দৃঢ় বিশ্বাস, নতুন গানটি ভালো লাগবে সবার।’

 

 

নিউজজি/জাহো

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন