মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

বিনোদন

ঈদে অর্পনা রানী রাজবংশীর তিন নাটক

নিউজজি প্রতিবেদক  মার্চ ২৬, ২০২৫, ১৫:৩৬:১৫

74
  • ছবি: সংগৃহীত

বক্তব্যধর্মী নাটক লিখে প্রশংসিত নাট্যকার অর্পনা রানী রাজবংশী। সারা বছরই নাটক লেখার কাজে ব্যস্ত থাকেন তিনি। তবে বিভিন্ন উৎসব আয়োজনে তার কর্ম ব্যস্ততা বৃদ্ধি পায়। সেই ধারাবাহিকতায় ঈদুল ফিতর উপলক্ষ্যে তিনটি নাটক লিখেছেন তিনি। নাটকগুলো হচ্ছে—‘সর্বপ্যাথি ডাক্তার’, ‘বিশিষ্ট চিন্তাবিদ’ ও ‘টনিং ম্যান’। নাটক তিনটি পরিচালনা করেছেন নাজনীন হাসান খান।

নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আখম হাসান, মৌসুমী হামিদ, তারিক স্বপন, আঁখি চৌধুরী, কাজী রাজু, রেশমা আহমেদ, জামাল রাজা, জুলফিকরার চঞ্চল, ফরিদ হোসাইন প্রমুখ।

নাটকগুলোর প্রসঙ্গে অর্পনা রানী রাজবংশী বলেন, ‘আমি সব সময় বক্তব্যনির্ভর নাটক লেখার চেষ্টা করি। তা ছাড়া উৎসব আয়োজনের নাটকগুলোতেও আনন্দের ছোঁয়া যেন থাকে, সেদিকে খেয়াল থাকে আমার। এবারও তার ব্যতিক্রম হয়নি। আশা করছি, নাটকগুলো উপভোগ্যই হবে।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন