মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২ , ১ জিলকদ ১৪৪৬

বিনোদন

ঈদের বিশেষ নাটক নির্মাণ করলেন ফরিদুল ইসলাম রুবেল

নিউজজি প্রতিবেদক  মার্চ ২৬, ২০২৫, ১৫:৪০:০৭

85
  • ছবি: সংগৃহীত

নান্দনিক নাট্যকার ফরিদুল ইসলাম রুবেলের রচনা এবং মো. ফাহাদের পরিচালনায় নির্মাণ হলো ঈদের বিশেষ নাটক ‘জ্বালাও প্রেমের বাত্তি’। নাটকটিতে অভিনয় করেছেন আখম হাসান, মৌসুমী হামিদ, কাজী রাজু, রেশমা আহমেদ, জামাল রাজা, জুলফিকার চঞ্চল, ফরিদ হোসাইন, ঋকি প্রমুখ নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল বলেন, ‘আমি সব সময় চেষ্টা করি দর্শককে নতুন কিছু না কিছু দিতে। প্রেমের বাত্তি কি আদৌতে জ্বালাতে পারবেন কিনা, সেইটা দেখতে হলে অপেক্ষা করতে হবে কবে নাগাদ ছুটি দেয় তার ওপর।’

পরিচালক মো. ফাহাদ বলেন, ‘প্রেম করতে গিয়ে যদি বাধাগ্রস্থ হয়, তখন অনিচ্ছাকৃত হলেও তা ভালো লাগবে না কারই। নিজ প্রেমিকের সঙ্গে নিরিবিলি প্রেম করতে গিয়ে গ্রামের বিদ্যুত লাইনও কেটে দেয় আখম হাসান। প্রেমের জন্য জীবনে কত কিছুই না করে সে। কিন্তু সে প্রেম কয়জনের কপালেই বা টিকে।’

নিউজজি/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন