শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ , ২৭ শাওয়াল ১৪৪৬

বিনোদন
  >
ব্যান্ড মিউজিক

নতুন গান নিয়ে এলো কন্সট্যান্ট ব্যান্ড

নিউজজি প্রতিবেদক ৩১ ডিসেম্বর , ২০২৩, ১৩:২৮:০৮

3K
  • ছবি: সংগৃহীত

রক ঘরানার ব্যান্ড কন্সট্যান্ট। ২০০৫ সালে ব্যান্ডটির সূচনা হয়। নতুন বছর উপলক্ষে কন্সট্যান্ট নিয়ে এলো ‘সাদাকালো’ শিরোনামের নতুন গান। আজ (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় গানটি মুক্তি পাবে ব্যান্ডের নিজস্ব ইউটিউব চ্যানেলে।

ব্যান্ডের সদস্য বেসিস্ট ও ব্যান্ড কোর্ডিনেটর আহম্মদ মোস্তফা আকিক বলেন, বিগত ৩ বছর আমাদের ব্যান্ড অনেক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করেছে। কোভিড পরিস্থিতি ও আমাদের গিটার প্লেয়ার বুশান-এর ক্যনসারের সাথে লড়াই করে অকালে না ফেরার দেশে চিরতরে চলে যাওয়া ছিল আমাদের জন্য বড় একটা ধাক্কা।

এই ঘটনার পর আমরা সবাই মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। কিন্তু শোককে শক্তিতে রূপান্তরিত করে আমাদের ঘুরে দাঁড়ানোর প্রয়াস এই সৃষ্টি ‘সাদাকালো’ শিরোনামের গানটি। যেহেতু নব্বই দশকে আমাদের ব্যান্ড সদস্যদের সবার বেড়ে উঠা এবং শৈশব-কৈশোর ব্যান্ড সঙ্গীতের মেলোরক-এর আবহ আমাদের এই গানে থাকবে। আশা করি, শ্রোতারা এই গান ভালোভাবে গ্রহণ করবে।

২০১৪ সালে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উৎসর্গ করে তাদের ‘স্বপ্ন মিছিল’, ‘মেঘবালিকা’, ‘ক্ষমা’ প্রভৃতি গানগুলি শ্রোতামহলে বেশ প্রশংসিত হয়। এরপর দেশের সর্ববৃহৎ ৭১টি ব্যান্ডের মিক্সড অ্যালবাম ‘আমাদের ৭১’-এ স্থান পেয়েছে তাদের ‘স্বাধীনতা’ শিরোনামের গান।

কন্সট্যান্ট ব্যান্ডের লাইনআপ: জীবন (লিড গিটার), রাব্বি (ড্রামস ও ভোকাল), ইমন (লিড ভয়েস), আকিক (বেজ)।

নিউজজি/রুআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন