শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ , ২৭ শাওয়াল ১৪৪৬

বিনোদন
  >
ব্যান্ড মিউজিক

ব্ল্যাকের ‘সমান্তরাল’

নিউজজি প্রতিবেদক ২২ জুন , ২০২৪, ১৭:১৫:০৪

272
  • ছবি: সংগৃহীত

বাংলা রকের মোড় ঘুরিয়ে দেওয়া ব্যান্ড ‘ব্ল্যাক’। এখনো নিয়মিত নতুন নতুন গান প্রকাশ করছেন তারা। তারই ধারাবাহিকতায় সম্প্রতি নির্মাণ করেছেন ‘সমান্তরাল’ শিরোনামের নতুন গানের মিউজিক ভিডিও। ব্ল্যাকের কণ্ঠশিল্পী হিসেবে এটি ঈশান হোসেনের গাওয়া প্রথম গান, যা এই শিল্পীর জন্মদিন উপলক্ষে প্রকাশ করা হয়েছে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে।

গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন ব্যান্ডের বর্তমান চার সদস্য লিড গিটারিস্ট খাদেমুল জাহান, ড্রামার ফারহান তানভীর, কণ্ঠশিল্পী ঈশান হোসেন এবং বেস গিটারিস্ট চার্লস ফ্রন্সিস। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন আগা নাহিয়ান আহমেদ।

এ আয়োজন নিয়ে ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য খাদেমুল জাহান বলেন, ‘নতুন গানের প্রকাশনা, কনসার্টসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ব্ল্যাকের রজতজয়ন্তী উদযাপন করতে চাই। এরই প্রাথমিক প্রস্তুতি হিসেবে ‘সমান্তরাল’ গানটির ভিডিও নির্মাণ করা। যেখানে ব্যান্ডের নিজস্ব সুর-সঙ্গীতের ছাপ রাখার চেষ্টা করা হয়েছে। ইচ্ছা ছিল ঈদের আগে গানটি প্রকাশ করার। কিন্তু বেশ কিছু কারণে সেটি সম্ভব হয়নি। এর পরও ঈদের রেশ ফুরিয়ে যাওয়ার আগেই গানের ভিডিওটি প্রকাশ করেছি। আশা করছি, গানটি ব্ল্যাক ভক্তদের পাশাপাশি নতুন প্রজম্মের শ্রোতাদের ভালো লাগবে।’

খাদেমুল জাহান আরও জানান, ব্যান্ডের রজতজয়ন্তী উপলক্ষে নতুন গানের পাশাপাশি অ্যালবাম প্রকাশের পরিকল্পনাও রয়েছে তাদের। যেটি অনলাইনের পাশাপাশি ফিজিক্যাল সিডি আকারেও শ্রোতাদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া টি-শার্ট ও বেশ কিছু সুভ্যেনিরও প্রকাশ করতে চান তারা।

সব মিলিয়ে তাদের লক্ষ্য রজতজয়ন্তীর উদযাপনকে সঙ্গীতপ্রেমীদের কাছে স্মরণীয় করে রাখা। যার কিছুটা আভাসও দিয়েছেন ‘রক অ্যান্ড রিদম ৪.০: রেজারেকশন অব ব্ল্যাক’ কনসার্টে। যেখানে ১৯ বছর পর এক মঞ্চে দেখা মিলেছে ব্ল্যাকের প্রথম লাইনআপের পাঁচ সদস্য–জন, তাহসান, টনি, জাহান ও মিরাজ। যারা একসঙ্গে পারফর্মও করেছেন ব্যান্ডের বর্তমান সদস্যদের সঙ্গে।

নিউজজি/রুআ

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন