সোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১ , ১৭ রমজান ১৪৪৬

ফিচার

সাহিত্যিক টনি মরিসনের জন্মদিন আজ

নিউজজি ডেস্ক ফেব্রুয়ারী ১৮, ২০২৫, ১৪:৪৩:০৬

82
  • সংগৃহীত

ঢাকা: প্রথম নোবেল জয়ী কৃষ্ণাঙ্গ মহিলা সাহিত্যিক টনি মরিসনের জন্মবার্ষিকী আজ। ১৯৩১ সালে ১৮ ফেব্রুয়ারি এক আফ্রিকান-মার্কিন পরিবারে জন্ম হয়েছিল টনি মরিসনের। বাবা-মা’ নাম রেখেছিলেন ক্লো আর্ডেলিয়া ওফর্ড। কৈশোরে ক্যাথলিক ধর্ম গ্রহণ করার সময়ে তাঁর নাম বদলে ‘অ্যান্টনি’ রাখা হয়। পরবর্তীকালে ‘অ্যান্টনি’ থেকে ‘‌টনি’‌–কেই বেঁছে নিয়েছিলেন তিনি।

বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন প্রেম এবং বিয়ে হয় হ্যারল্ড মরিসনের সঙ্গে। তখন থেকেই টনি মরিসন নামেই পরিচিত। বর্ণবিদ্বেষ, ভেদাভেদের গণ্ডি পেরিয়ে তাঁর লেখায় বার বার ফুটে উঠেছে মানবিকতার বিভিন্ন দিক। অমানবিক ও জাতিগত ভেদাভেদের বিরুদ্ধে বরাবর কলমকেই হাতিয়ার করে গিয়েছেন তিনি। ‌‌

একজন কৃষ্ণাঙ্গ মহিলা সাহিত্যিক হিসাবে তিনি প্রথম নোবেল পুরস্কার পান ১৯৯৩ সালে। পাশাপাশি তিনি পেয়েছিলেন ‘‌প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম’ (‌২০১২ সালে)‌‌ ও ‘‌ন্যাশনাল হিউম্যানিটিজ মেডেল’ (‌২০০০ সাল)‌‌। তাঁর উল্লেখযোগ্য রচনাগুলির মধ্যে রয়েছে ‘‌বিলাভেড’‌, ‘‌সং অফ সলোমন’‌, ‘‌সুলা’‌, ‘‌দ্য ব্লুয়েস্ট আই’‌।

১৯৮৮ সালে ‘‌বিলাভেড’‌ গ্রন্থের জন্য পুলিৎজার পুরস্কারে সম্মানিত করা হয়েছিল এই লেখিকাকে। সারা জীবনে মোট ১১টি উপন্যাস রচনা করেছিলেন টনি মরিসন। উপন্যাস লেখার পাশাপাশি তিনি একজন বড় প্রাবন্ধিকও ছিলেন। সৃষ্টি করেছিলেন বেশ কয়েকটি বিখ্যাত ছোটগল্প যা মার্কিন মুলুকে ছাত্রছাত্রীদের আজও স্কুলপাঠ্য। ৫ আগস্ট ২০১৯ তারিখে তিনি মৃত্যুবরণ করেন।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন