মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০ , ২২ জুমাদিউল আউয়াল ১৪৪৫

ফিচার

প্রিন্স মাহমুদ: বাংলা গানের প্রকৃত প্রিন্স

কামরুল ইসলাম জুলাই ১৭, ২০২০, ১৪:১৯:১৯

6K
  • ছবি: নিউজজি২৪

প্রিন্স মাহমুদ। নব্বই দশকে যাদের দুরন্ত কৈশোর-যৌবন; তাদের কাছে খুব প্রিয় আর পরিচিত নাম। ‘প্রিন্স মাহমুদের সুরে’ এই কথাটি যেই অ্যালবামে জুড়ে থাকতো, সেটি ছিল গানপ্রিয় মানুষের প্রথম পছন্দ। এমন অগণিত অ্যালবামের মাধ্যমে শ্রোতা হৃদয়ে একজন গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক হিসেবে স্থায়ী ভালোবাসার জায়গা করে নেন প্রিন্স মাহমুদ।

আজ ১৭ জুলাই প্রিন্স মাহমুদের জন্মদিন। বিশেষ এই দিনে কিংবদন্তির প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা। তার জন্ম খুলনায়। ছোট বেলা থেকেই গানের চর্চা শুরু করেন। পরিবার থেকে অনেকটা আলাদা হয়ে আড়ালে থেকে নিজের মতো করেই গানের ভুবনে এগোতে থাকেন।

প্রিন্স মাহমুদ যখন স্কুলের ছাত্র, তখনই তিনি জড়িয়ে পড়েন ব্যান্ডে। ‘দি ব্লুজ’ নামের একটি ব্যান্ডের ভোকাল ছিলেন তিনি। তারপর কলেজ জীবন পার করে মনোযোগী হন গান সৃষ্টিতে। গান কম্পোজিশন ও লেখা দুটোই সমানতালে করতে লাগলেন।

নব্বই দশকের শুরুতে প্রিন্স মাহমুদ নিজেই একটি ব্যান্ড গঠন করেন। যার নাম ছিল ‘ফ্রম ওয়েস্ট’। এই ব্যান্ড থেকে প্রকাশিত গান ‘রাজাকার আলবদর কিছুই রইবো নারে’ আলোচিত হয়।

 

 

পরবর্তীতে প্রিন্স মাহমুদ ব্যান্ড মিক্সড অ্যালবামের কাজ শুরু করেন। দেশের জনপ্রিয় সব ব্যান্ড তারকাদের নিয়ে তিনি মিক্সড অ্যালোবাম করতেন। আর সেসব অ্যালবাম ছুঁয়ে ফেলতো সাফল্যের সর্বোচ্চ চূড়া। এক জীবনে প্রিন্স মাহমুদ এত জনপ্রিয় আর কালজয়ী গান সৃষ্টি করেছেন যে, এটা খুব কম সঙ্গীতজ্ঞ পারেন। বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তিদের একক কণ্ঠে জনপ্রিয় হওয়া সিংহভাগ গানই তার সৃষ্টি করা।

জেমসের কণ্ঠে ‘মা’, ‘বাবা’, ‘বাংলাদেশ’, ‘হতেও পারে এই দেখা শেষ দেখা’ কিংবা হাসানের ‘এত কষ্ট কেন ভালোবাসায়’, ‘এতদিন পরে প্রশ্ন জাগে’, আইয়ুব বাচ্চুর কণ্ঠে ‘বেলাশেষে ফিরে এসে’ গানগুলো প্রিন্স মাহমুদেরই সৃষ্ট। এছাড়াও ‘সে যে এখন আমায় ভালোবাসে না’, ‘মাটি হবো মাটি’, ‘দুনিয়া তোর সঙ্গেতে নাই’, ‘যদি হিমালয় হয়ে দুঃখ আসে’, ‘সোনার মেয়ে’, ‘ছিপ নৌকো’, ‘ভুবন ডাঙার হাসি’সহ অসংখ্য কালজয়ী গান রয়েছে এই কিংবদন্তির লেখা-সুরে।

দেশের সঙ্গীতে প্রিন্স মাহমুদের অবদান অসামান্য। কিন্তু তার প্রাপ্তির খাতা প্রায় শূন্য! কোনো এক অজানা কারণে তিনি বরাবরই পুরস্কার-সম্মাননা থেকে বঞ্চিত হয়েছেন। কিন্তু সেটা নিয়ে তার আক্ষেপ নেই। দেশের অগণিত শ্রোতার কাছে তিনি যেই ভালোবাসা পেয়েছেন, সেটাই সবচেয়ে বড় অর্জন বলে মনে করেন তিনি। আর তাছাড়া প্রিন্স মাহমুদ এমন একটি সমৃদ্ধ অধ্যায়, যেখানে পুরস্কার একেবারে নস্যি!

 

 

 

নিউজজি/কেআই

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন