শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

ফিচার
  >
প্রাণী ও পরিবেশ

বিলে সৌন্দর্য্য ছড়াচ্ছে বর্ণিল শাপলা ও পদ্ম

নিউজজি ডেস্ক ১৯ সেপ্টেম্বর , ২০২০, ১০:০১:২৭

12K
  • ছবি: ইন্টারনেট

ঢাকা : বর্ণিল শাপলা আর পদ্ম, সৌন্দর্য্যের বিভা ছড়াচ্ছে গোপালগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বিলগুলোতে। একদিকে শাপলার রঙিন রূপ অন্যদিকে পানির ওপর আসন পেতে নেয়া হাজারো পদ্মের নয়নাভিরাম দৃশ্য। অপরূপ এই সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। তবে যথেষ্ট অবকাঠামো সুবিধা না থাকায় দুর্ভোগ পোহাতে হয় বলে অভিযোগ তাদের। 

দূর থেকে হঠাৎ দেখে মনে হতে পারে লাল গালিচা বা ফুলের বিছানা। বিলের পর বিলজুড়ে স্নিগ্ধতা মাখা হাসি নিয়ে ফুটে রয়েছে রাশি রাশি লাল শাপলা। এমনই দৃশ্যের দেখা মেলে গোপালগঞ্জের কোটালীপাড়া ও টুঙ্গিপাড়া উপজেলায়। এই দুই উপজেলায় ছোট-বড় মিলিয়ে ২৫টি বিল রয়েছে। যার সবগুলোতেই এখন শাপলার সমাহার। 

করোনা অতিমারির কারণে দীর্ঘদিন ঘরবন্দী থাকার পর জনজীবন যখন স্বাভাবিক হতে শুরু করেছে, তখন প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে এসব বিলে ভিড় করছেন দর্শনার্থীরা। শাপলার বিল দেখতে আসা পর্যটকদের নৌকায় করে ঘুরিয়ে আয় করছেন স্থানীয় অনেকেই।

এদিকে, ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর থেকে ৩৫ কিলোমিটার দ‚রে আখাউড়া উপজেলার ঘাগুটিয়া-মিনারকোট পদ্মবিল সেজেছে শরতের অপরূপ সাজে। প্রায় দুশ’ একর বিস্তীর্ণ এই বিলজুড়ে এখন পদ্মফুলের সমারোহ। পানির উপর আসন পেতে থাকা হাজারো পদ্মের নয়নাভিরাম দৃশ্যে চোখ জুড়িয়ে যায়। 

সৌন্দর্য পিপাসুদের গন্তব্য হয়ে ওঠেছে এই ঘাগুটিয়া-মিনারকুট পদ্মবিল। দর্শনার্থীরা বলছেন, সড়কসহ অন্যান্য অবকাঠামোগত উন্নয়নে সরকারি-বেসরকারি উদ্যোগ নেয়া হলে এই অঞ্চলটি দেশের অন্যতম পর্যটন স্পট হয়ে উঠবে। 

দর্শনার্থীদের জন্য বিভিন্ন সুবিধা ও নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা জানালেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক। সারাদেশে এই পদ্মবিলের পরিচিতি তুলে ধরা হবে বলেও জানান তিনি। আষাঢ় থেকে কার্তিক পর্যন্ত টানা পাঁচ মাস পদ্মফুলে রঙ্গিন থাকে পুরো বিল এলাকা। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন