মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩১ পৌষ ১৪৩১ , ১৪ রজব ১৪৪৬

ফিচার
  >
ফেসবুক কর্ণার

চঞ্চল চৌধুরীর নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে

নিউজজি ডেস্ক ১০ আগস্ট , ২০২৪, ০৮:৪২:৪৮

118
  • চঞ্চল চৌধুরীর নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে

দেশের বর্তমান পরিস্থিতিতে দেশের নন্দিত অভিনেতা চঞ্চল চৌধুরীর নাম ব্যবহার করে বিভ্রান্তি ছাড়ানো হচ্ছে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কথা জানিয়েছেন চঞ্চল চৌধুরী নিজেই।  

তিনি লিখেছেন, ‘আমি চঞ্চল চৌধুরী বলছি…। সাম্প্রতিক পরিস্থিতিতে আমার নাম ব্যবহার করে কোনো বিদেশি/দেশি পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি কিছু লেখা হয়, তার দায় আমার নয়।

কারণ এখন পর্যন্ত আমি কোনো পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিষয়ে কোনো বক্তব্য দেইনি। আমি সাধারণ একজন শিল্পী। পেশাগত কারণ ছাড়া কোনোকিছুর সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। ’

তিনি বলেন, ‘আমার মায়ের চরম অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় নই। দেশে শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক। ’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন