শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ , ১০ শাওয়াল ১৪৪৫

ফিচার
  >
ফেসবুক কর্ণার

সাহসী রূপে জয়া-মিথিলা, ভক্তরা সাহসী হবেন কবে?

কামরুল ইসলাম ২৬ আগস্ট , ২০২০, ১৭:১৯:১৫

3K
  • সাহসী রূপে জয়া-মিথিলা, ভক্তরা সাহসী হবেন কবে?

তারকাদের নিয়ে ভক্ত-অনুসারীদের মধ্যে কৌতুহল, আগ্রহের সীমা থাকে না। আর সেই তারকা যদি হন জয়া আহসান কিংবা মিথিলার মতো কেউ, তখন তো প্রেক্ষাপট আরও বেশি চর্চায় চলে আসে। তারা যখন কোনো ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়, তখন ভক্তদের মধ্যে যেন উচ্ছ্বাস, আলোচনা-সমালোচনার জোয়ার আসে।

এক দিনের ব্যবধানে জয়া আহসান ও মিথিলা তাদের দুটি ছবি শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা রীতিমতো ভাইরাল। ছবি দুটি নিয়ে আলোচনা-সমালোচনার জল গড়িয়ে গেছে বিভিন্ন গ্রুপ, পেজ এমনকি ব্যক্তিগত প্রোফাইলেও।

গত ২৪ আগস্ট ফেসবুকে মিথিলা শেয়ার করেন তার শাড়ি পরা একটি ছবি। যেখানে তিনি চিরচেনা গ্রাম-বাংলার নারীদের মতো ব্লাউজ ছাড়াই শাড়ি পরেছেন। তার উন্মুক্ত বাহুতে যেন খেলে যাচ্ছে মায়া, আবেদন। আর তার চাহনীতে যেন ঝরছে অনুভূতির গভীরতা।

মিথিলার সে ছবিতে কেউ কেউ মুগ্ধতা খুঁজে পেলেও অধিকাংশ অনুসারী পেয়েছেন সমালোচনার ইস্যু। যা বোঝা যায়, ১ লাখ ৮ হাজার লাইক-রিএকশনের সঙ্গে সেই পোস্টের ১৩ হাজারের বেশি মন্তব্যের দিকে তাকালে। যেখানে অধিকাংশ মন্তবই নেতিবাচক, সমালোচনামূলক। কেউ লিখেছেন, ‘ব্লাউজ কই?’, কেউ লিখেছেন, ‘মিথিলা এসব করতে আগে হালকা একটু বাধা ছিল, সেটা তাহসান। সে বাধা দূর করতেই তাহসানকে ছেড়ে গেছে।’ অধিকাংশ মন্তব্যের ভাষা প্রকাশেরও যোগ্য নয়।

কিন্তু তাতে কী, মিথিলা তার মতো করেই চলেন। হাজার হাজার নেতিবাচক মন্তব্যের রেশ ছোঁয় না তাকে। একটি গণমাধ্যমে তাই বলেছেন, মাঝেমধ্যেই তিনি এরকম ছবি দেবেন।

মিথিলার এক দিন পর সাহসী রূপে হাজির হন জয়া আহসান। অবশ্য এবারই প্রথম নয়, জয়া এর আগেও বহুবার নিজের শরীরী আবেদনে মাত করেছেন ভক্তদের। গতকালের ছবিতে জয়াকে দেখা গেছে একটি সাদা শার্ট ও জিন্স-শর্ট প্যান্টে। শার্টের কলারের এক মাথা কামড়ে ধরে তিনি এমন চাহনীতে তাকিয়েছেন, তাতে ঘুম উড়ে গেছে হাজার হাজার ভক্তের।         

১ লাখ ৩ হাজারের বেশি লাইক-রিএকশনের পাশাপাশি জয়ার ছবিতেও এসেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ মন্তব্য করেছেন, ‘ভাত বন্ধ। আগামীকাল থেকে আমিও শার্টের কলার খাবো’, কেউ লিখেছেন ‘ম্যাডাম এইভাবে বলিউড হওয়া যায় না’, আবার কেউ মন্তব্য করেছেন ‘বলি আপনার রূপের রহস্য কী? সেই ৩ বছর বয়স থেকে যেরকম দেখছি, সেরকমই আছেন’।

জয়াও নীরব। বরাবরই এমন। কিছু দিন পর পর এমন ছবি দিয়ে তোলপাড় করেন সোশ্যাল মিডিয়ায়। আর চুপচাপ বসে দেখেন অনুসারীদের প্রতিক্রিয়া। কিন্তু সেই প্রতিক্রিয়া গায়ে মাখেন না। কারণ এতো দিনের ক্যারিয়ারে এটুকু তো সয়েই গেছে!

জয়া কিংবা মিথিলার ছবিতে অনুসারীদের আপত্তিকর সব মন্তব্যের বিরুদ্ধেও অবশ্য অনেকে মন্তব্য করেছেন। একুশ শতকের এই আধুনিক সময়ে এসে অভিনেত্রীরা একটু তো সাহসী তো হতেই পারেন। হলিউড কিংবা বলিউডে ষাট-সত্তর দশকেই বিকিনি, সুইমস্যুটের ফটোশুট এসেছে। দেশের শোবিজেও সাদাকালো যুগে অভিনেত্রীরা ছড়িয়েছেন রূপ-শরীরের মোহ। অবশ্য এসব বিষয় নিয়ে সমালোচনা তখনো হয়েছে। তবে সময়ের তালে এগিয়ে যাওয়ার জন্য কেবল অভিনেতা-অভিনেত্রীদের সাহসী হলে চলবে না। একই সঙ্গে মনের দিক থেকে সাহসী ও উন্নত হতে হবে ভক্ত, দর্শকদেরও। 

 

 

 

নিউজজি/কেআই

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন