বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ , ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ফিচার
  >
ফেসবুক কর্ণার

গ্রামীণ চিকিৎসার উন্নয়নে কাজ করার উদ্যোগ অরিজিৎ সিংয়ের

নিউজজি প্রতিবেদক ৪ জুন , ২০২১, ১৪:৩৬:১৩

730
  • ছবি: ইন্টারনেট

এবার মানবিক পরিচয়ে আলোচনায় এলেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। বর্তমানে ভারতজুড়ে বিরাজ করছে করোনাকালীন চরম ভয়াবহতা। আর এই সময়ে গ্রামাঞ্চলের মানুষের চিকিৎসার উন্নয়নে কাজ করার উদ্যোগ নিলেন সময়ের আলোচিত এই সংগীতশিল্পী।

হ্যাঁ, করোনা আবহে গ্রামের মানুষদের সাহায্য করতে অনলাইনে অনুষ্ঠান করবেন অরিজিৎ। সেখান থেকে যা আয় হবে, তা দিয়ে গ্রামের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন খাতে দান করা হবে।

বৃহস্পতিবার (৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন অরিজিৎ। জানিয়েছেন, দেশের গ্রামাঞ্চলের অধিকাংশ হাসপাতালেই চিকিৎসা বা রোগ নির্ণয়ের জন্য চাহিদার তুলনায় উন্নত যন্ত্রপাতির বেশ অভাব। চলমান করোনা মহামারীতে যথাযথ চিকিৎসা সেবার বিবেচনায় সেসব অভাব ঘোচাতেই গায়কের এই উদ্যোগ। 

অনলাইন অনুষ্ঠান থেকে সংগৃহীত অর্থ দিয়ে গ্রামের হাসপাতালগুলোতে এমআরআই, সিটি স্ক্যান’র মতো বিভিন্ন পরীক্ষার যন্ত্রপাতি কিনবেন তিনি। তাই তিনি সাধ্য মত অর্থ দান করে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করেছেন অনুরাগীদেরও। আগামী ৬ জুন রাত ৮টায় অরিজিতের ফেসবুক পাতায় দেখা যাবে সেই অনুষ্ঠান।

উল্লেখ্য, সম্প্রতি প্রয়াত হয়েছেন অরিজিতের মা অদিতি সিংহ। সেরিব্রাল স্ট্রোকে মৃত্যু হয় তার মায়ের। মাকে হারানোর পর মন শক্ত করে মানুষের পাশে দাঁড়ানোর সংকল্প নিলেন সময়ের নন্দিত গায়ক অরিজিৎ সিং।

নিউজজি/ওএফবি

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন