রবিবার, ৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১ , ১০ শাবান ১৪৪৬

ফিচার
  >
ইতিহাস ও ঐতিহ্য

উন্নয়ন অগ্রযাত্রায় বিস্ময় ছড়াচ্ছে লাল সবুজের পতাকা

মোস্তফা কামাল ১৬ ডিসেম্বর , ২০২২, ১২:৩১:২২

168
  • উন্নয়ন অগ্রযাত্রায় বিস্ময় ছড়াচ্ছে লাল সবুজের পতাকা

ঢাকা: এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া লাল সবুজের বাংলাদেশ পা রাখলো ৫২ বছরে। বিজয়ের এমন গৌরবগাঁথা ইতিহাস বিশ্বমানচিত্রে অনেকটাই বিরল! বিজয় উদযাপনে ৫১ বছরের পথ পেরিয়ে বিশ্বের বুকে অহংকারে মাথা উঁচু করে দাঁড়ানোর সক্ষমতা জানান দিচ্ছে বাংলাদেশ। তাইতো খরা, বন্যা কিংবা মহামারি ছাপিয়ে উন্নয়ন অগ্রযাত্রায় বিস্ময় ছড়ায় লাল সবুজের পতাকা। বিজয়ের পাঁচ দশক পেরিয়ে বিশ্বের বুকে আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে বাংলাদেশ।

বাড়ছে অর্থনীতির আকার। ছোট্ট ভূ-খণ্ডে কোটি কোটি মানুষের হয়েছে খাদ্য প্রাপ্তির নিশ্চয়তা। যদিও বিশ্লেষকরা বলছেন, দেশজ সম্পদ বাড়ার তালে কমেনি সম্পদ বণ্টনে বৈষম্য। সাথে এখনও বাংলাদেশপন্থী রাজনৈতিক ব্যবস্থা গঠন করা যায়নি। তাইতো লাখো মানুষের সাথে কোন এক মুক্তিযোদ্ধার ভাগ্যের পরিবর্তন না হওয়াও, কষ্ট দেয় স্বাধীন এই দেশকে।

বাংলাদেশ মানেই গ্রাম বাংলা। রাজধানী থেকে একটু পা ফেললেই দেখা মিলবে চিরায়ত সেই রূপ। নাগরিক জীবনের মতো গ্রামীণ জনপদেও দেখা মিলবে উন্নয়ন অগ্রযাত্রা। তবে যাদের জন্য এতকিছু কেমন আছেন তারা?

এই গ্রামবাংলায় ছড়িয়ে ছিটিয়ে আছে মুক্তিযুদ্ধের অনেক বীরত্বগাঁথা ইতিহাস। কথা হয় এমনই বীরত্বগাঁথা সৃষ্টির এক নায়কের সাথে। তিনি কৃষক মনসুর আলী। হাতে থ্রি নট থ্রি নিয়ে গাজীপুরের কালিগঞ্জে যে সম্মুখযুদ্ধ করেছিলেন; এতটুকু ভুলেননি তার স্মৃতি। তবে দেশ স্বাধীন করতে পারলেও, স্বীকৃতি না পাওয়ার কষ্ট কুঁড়ে কুঁড়ে খায় তাকে।

দিনে দিনে রাজনীতি সেভাবে এগিয়ে না যাওয়ার চিত্রই উঠে এলো এই মুক্তিযোদ্ধার কণ্ঠে। তবে ৫ দশকের বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি আর সূচকের পাল্লা ভারি হয়েছে সময়ের সাথে। তাইতো এরই মধ্যে মাথাপিছু আয় ছাড়িয়েছে ২হাজার ৮শ ডলার। পণ্য রপ্তানি ছাড়িয়েছে ৫০ বিলিয়নের মাইলফলক। আর  ১৯৭২ সালের নেতিবাচক প্রবৃদ্ধি ২০২১-২২ এ পূর্বাভাস সোয়া ৭ শতাংশের। করোনার আগে দারিদ্রের হার নেমে আসে সাড়ে ১৯ শতাংশে। তবে আর্থিক অগ্রগতি হলেও গবেষক ও বিশ্লেষকরা মনে করেন, অর্থনীতি ও রাজনীতি সমান্তরালভাবে এগুতে পারছে না বাংলাদেশে।

বিশেষজ্ঞরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার ডামাডোলে খেটে খাওয়া মানুষের দুশ্চিন্তার পাল্লা ভারি হচ্ছে। মূল্যস্ফীতি ও জীবনযাত্রার খরচ নিয়ে হিমসিম ও লড়াই করছেন নিম্নআয়ের মানুষ।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন