মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২ , ২০ জুমাদিউল আউয়াল ১৪৪৭

ফিচার
  >
চাকরির খোঁজ

আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে পছন্দের লিপস্টিক

নিউজজি ডেস্ক ৭ আগস্ট , ২০২৫, ১৬:৩২:২১

204
  • সংগৃহীত

ঢাকা: লিপস্টিকের মধ্যে কিছু বিষময় উপাদান মিশে থাকলে তা আপনার স্বাস্থ্যে ঝুঁকি বাড়িয়ে তুলবে অজান্তেই। কোন কোন উপাদান রয়েছে এই তালিকায় ? এখনই দেখে নিন।

লিপস্টিকে এই উপাদানগুলি থাকলে ভয়ঙ্কর বিপদ !

লিপস্টিক যা মহিলাদের সৌন্দর্য

বাড়িয়ে তোলে, তাতেও লুকিয়ে রয়েছে বড় বিপদ ! সতর্ক না হলেই ঘটতে পারে ভয়ঙ্কর রোগ।

লিপস্টিকের মধ্যে কিছু বিষময় উপাদান মিশে থাকলে তা আপনার স্বাস্থ্যে ঝুঁকি বাড়িয়ে তুলবে অজান্তেই। এই তালিকায় প্রথমেই রয়েছে প্যারাবেন।

এই প্যারাবেন ব্যাক্টেরিয়ার সংক্রমণ থেকে বাঁচায় বলে লিপস্টিকে ব্যবহৃত হয়। কিন্তু বৈজ্ঞানিক সমীক্ষা বলছে এই প্যারাবেন শরীরে ইস্ট্রোজেন হরমোনের অনুকরণ করে হরমোনের ভারসাম্য বিঘ্নিত করে।

এই কারণে স্তনের ক্যানসার বা প্রজননক্ষমতাও ক্ষতিগ্রস্ত হতে পারে ! আরেকটি ‘বিষ’ হল থ্যালেটস যা লিপস্টিককে স্মুথ করে।

এই কারণে স্তনের ক্যানসার বা প্রজননক্ষমতাও ক্ষতিগ্রস্ত হতে পারে ! আরেকটি ‘বিষ’ হল থ্যালেটস যা লিপস্টিককে স্মুথ করে।

কিন্তু এই থ্যালেট ডায়াবেটিস ডেকে আনতে পারে, ওজন বাড়ানো থেকে মুড সুইং ঘটাতে পারে এই উপাদান। আর যদি লিপস্টিকে থাকে সীসা ?

এটি অন্যতম বিষাক্ত ভারী ধাতু যা শরীরে ঢুকলে স্নায়বিক সমস্যা চরমে পৌঁছাতে পারে। আপনার লিপস্টিকে সীসা মিশে নেই তো ?

অনেক সময় দেখা যায় কিছু কিছু লিপস্টিকে কোল টার ডাই ব্যবহার করা হয়, এগুলি সাক্ষাৎ কারসিনোজেন অর্থাৎ এ থেকে ক্যানসার হতে পারে আপনার।

আবার ট্রাইক্লোজান নামের একটি অ্যান্টি-মাইক্রোবিয়াল উপাদান লিপস্টিক থেকে সংক্রমণ রোধে ব্যবহৃত হলেও এর কারণে থাইরয়েড গ্রন্থির কার্যক্রম প্রভাবিত হয়ে হরমোনের ভারসাম্য বিঘ্নিত করতে পারে।

নিউজজি/পিএম

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন