মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ , ১৮ রমজান ১৪৪৬

ফিচার
  >
মানচিত্র

সংস্কৃতিও বাণিজ্যের মিলনস্থল ‘জিবুতি’

নিউজজি ডেস্ক ১৪ এপ্রিল , ২০২৩, ১৪:০০:২৪

531
  • সংস্কৃতিও বাণিজ্যের মিলনস্থল ‘জিবুতি’

ঢাকা: উত্তর-পূর্ব আফ্রিকার প্রজাতান্ত্রিক রাষ্ট্র জিবুতি। দেশটির উত্তরে ইরিত্রিয়া, পশ্চিম ও দক্ষিণে ইথিওপিয়া এবং দক্ষিণে সোমালিয়া। বাকি সীমান্তগুলো লোহিত সাগর ও এডেন উপসাগর দ্বারা বেষ্টিত। এটি সামরিক কৌশলগত একটি অবস্থানে বাবেলএমান্দেব প্রণালীর তীরে, লোহিত সাগর ও এডেন উপসাগরের সংযোগস্থলে অবস্থিত।

দেশটির রাজধানী ও বৃহত্তম শহরের নামও জিবুতি। মূলত রাজধানীর নাম থেকেই দেশটির নামকরণ।

ভারত মহাগাগর ও ভূমধ্যসগরকে সংযোগকারী বাণিজ্যপথগুলোর সংযোগস্থলে এবং আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থিত। এ দেশটি বহুকাল যাবত বিভিন্ন সংস্কৃতিও বাণিজ্যের মিলনস্থল।

জিবুতিকে সুয়েজখালের প্রবেশপথ বলা হয়। বন্দরকেন্দ্রিক অর্থনীতির কারণেই দেশটির অর্থনীতি সচল রয়েছে। কাজের মূলক্ষেত্র বন্দর।  

দেশটিতে সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্সের তো বটেই, যুক্তরাষ্ট্রেরও ঘাঁটি রয়েছে। আফ্রিকায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি জিবুতিতে। ফলে বিদেশী সহায়তার পথ বেশ মসৃণ।

এক নজরে জিবুতি :

সরকারি নাম: জিবুতি প্রজাতন্ত্র।

রাজধানী: জিবুতি।

স্বাধীনতা ঘোষণা: ২৭ জুন, ১৯৭৭।

সরকার পদ্ধতি: সংসদীয় প্রজাতন্ত্র।

আইনসভা: ন্যাশনাল আ্যাসেম্বলি।

প্রেসিডেন্ট: ইসমাইল ওমর গুয়েল্লেহ।

প্রধানমন্ত্রী: আবদৌল কাদের কামিল মোহামেদ।

আয়তন: ২৩ হাজার ২০০ বর্গকিলোমিটার।

জনসংখ্যা: ৯ লাখ ৪২ হাজার ৩৩৩ জন।

ঘনত্ব: প্রতি বর্গকিলোমিটারে ৩৭.২ জন।

মুদ্রা: জিবুতিয়ান ফ্রাঙ্ক।

মাথাপিছু জিডিপি: ২ হাজার ৮৭৪ ডলার।

গড় আয়ু : ৫৭ বছর(পুরুষ), নারী (৬০ বছর)।

প্রধান ধর্ম: ইসলাম।

সরকারি ভাষা: আরবি ও ফরাসি।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন